PM Modi in Bengal: জীবনের অভিজ্ঞতা ভাগ মোদির! বললেন 'আপনাদের ঋণ শোধ করছি'
PM Modi in Barasat: কোন ঋণশোধের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? কেন ১৪০ কোটি নাগরিক তাঁর পরিবার? জানালেন নিজেই।
বারাসত: কয়েকদিন আগেই পটনার জনসভা থেকে মোদিকে আক্রমণ শানিয়েছিলেন লালু প্রসাদ যাদব। মোদির মুখে বারবার পরিবারতন্ত্রের কথা শোনা যাওয়ায় তা নিয়ে আক্রমণ করতে গিয়ে বেনজির আক্রমণ করেন লালু। পরিবারতন্ত্র বিতর্কে মুখ খুলতে গিয়ে টেনে আনেন মোদির পরিবার প্রসঙ্গ। তা নিয়ে পরেরদিনই মুখ খুলেছিলেন মোদি। জানিয়েছিলেন, গোটা দেশের জনগণই তাঁর পরিবার। সেই রেশ ধরেই একই কথা বললেন বারাসতের জনসভাতেও (PM Modi in Barasat)। তার সঙ্গে সবার কাছে তুলে ধরলেন তাঁর জীবনের এমন অভিজ্ঞতা যা তিনি আগে কখনও বলেলনি বলে জানালেন।
পরিবার-ইস্যুতে এদিন আগাগোড়া ইন্ডিয়া জোটকে কাঠগড়ায় তুলেছিলেন নরেন্দ্র মোদি (PM Modi in BEngal Visit)। তিনি বলেন, 'ইন্ডিয়া জোট সম্পূর্ণ ভাবে ভারসাম্য হারিয়েছে। এখন আমার পরিবার নিয়েও কথা বলছে ইন্ডিয়া জোটের দুর্নীতিপরায়ণরা। ওঁরা জানতে চায়, মোদির পরিবার কোথায়? পরিবারবাদীরা এখানে এসে দেখে যাক, এটাই আমার পরিবার। বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার। মোদির কষ্ট হলে, এই মা-বোন-মেয়েরা কবচের মতো রক্ষা করে।' এর সঙ্গেই জুড়ে দিয়েছেন বাংলা প্রসঙ্গও (PM Modi in Sandeshkhali Incident)। মোদিকে এদিন বলতে শোনা যায়, 'আমার জন্য বাংলার মা-বোন বলেন, আমিই মোদির পরিবার।'
এই পর্যন্ত বলেই তিনি হঠাৎ বলেন তাঁর জীবনের একটি অভিজ্ঞতা ভাগ করে নিতে চান তিনি। দর্শকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলবেন কিনা। দর্শকদের থেকে জোরালো আর্জি ভেসে আসতেই মুখ খোলেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ারও আগে, আরও আগে নিজের জীবনের একটি ঘটনার কথা বলেন তিনি। এদিন মোদি বলেন, 'খুব ছোটবেলায় ঘর ছেড়ে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পরিব্রাজকের মতো দেশের প্রতি প্রান্তে কিছু হয়ত খুঁজে বেড়াতাম। পকেটে এক পয়সাও থাকত না, ভাষাও হয়ত জানতাম না। কিন্তু কোনও না কোনও পরিবার ঠিক জিজ্ঞাসা করত, কিছু খেয়েছি কিনা।' তারপরেই তিনি বলেন, 'পকেটে পয়সা না থাকলেও আমি একদিনও খালিপেটে থাকতাম না'। এই ঘটনার কথা বলেই মোদি জানান, ঠিক এই কারণেই তিনি বলেন, '১৪০ কোটি দেশবাসীই আমার পরিবার।'
মোদির 'ঋণ'শোধ:
যখন তিনি কেউ ছিলেন না, কিছুই ছিলেন না। কেউ তাঁকে জানত না, তখন দেশের দরিদ্র পরিবার তাঁর চিন্তা করত বলে জানিয়েছেন তিনি। তারপরেই এদিন মোদি বলেন, 'আমায় যখন কেউ চিনত না, জানত না, তখন দেশের দরিদ্র পরিবারও আমার চিন্তা করত। সেইজন্যই আজ আপনাদের ঋণ শোধ করছি।'
এদিন মোদির মুখে বারবার উঠে আসে বাংলার নারীশক্তির প্রসঙ্গ। মা সারদা, রানি রাসমণি, ভগিনী নিবেদিতা, সরলা দেবী, প্রীতিলতাদের বাংলার প্রসঙ্গ তুলে তাঁর তোপ, এখন বাংলার এই মাটিতেই তৃণমূলের রাজত্বে নারীদের উপর অত্যাচার হচ্ছে।'