PM Modi: ঢালাও গ্যারান্টি মোদির! আয়ুষ্মান ভারত নিয়ে বড় প্রতিশ্রুতি
Lok Sabha Election 2024: চাকরি থেকে বিনিয়োগ- সবকিছুর দিকেই বিজেপি নজর রাখবে বলে জানিয়েছেন মোদি। একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন।
নয়াদিল্লি: পয়লা বৈশাখে (Poila Boisakh) ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি (BJP)। সেই অনুষ্ঠানে বক্তব্য় রাখার সময়েও নরেন্দ্র মোদির মুখে পয়লা বৈশাখের কথা। এদিন বাংলায় পয়লা বৈশাখ, অসমে বিহু উৎসব হচ্ছে, অন্যত্রও উৎসব পালিত হচ্ছে, তাই 'আজ শুভ দিন'- বলেন মোদি। চাকরি থেকে বিনিয়োগ- সবকিছুর দিকেই বিজেপি নজর রাখবে বলে জানিয়েছেন মোদি। একাধিক প্রতিশ্রুতিও (BJP Manifesto) দিয়েছেন। বড়সড় প্রতিশ্রুতি রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও।
এদিন মোদি (PM Modi) বলেন, 'সত্তরোর্ধ্ব ব্যক্তিদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন সত্তরোর্ধ্ব ব্যক্তিরা।' অর্থনৈতিক অবস্থা যাই হোক- দেশের যে নাগরিক ৭০ বছর বয়সী বা তার উপরে রয়েছেন তাঁরা সকলেই এই প্রকল্পের আওতায় আসবেন।
এছাড়াও বুলেট ট্রেন, রাস্তার পরিকাঠামো তৈরি-সহ আরও একাধিক প্রতিশ্রুতির (BJP Manifesto 2024) কথা শুনিয়েছেন নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন জায়গায় বন্দেভারত ট্রেন চালু করার আশ্বাসও দিয়েছেন। পুনর্বব্যহার যোগ্য শক্তি ব্যবহার করে দূষণ মুক্ত ভারত তৈরির পরিকল্পনাও রয়েছে বিজেপির। সেই ভাবেই কাজ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভারতের পর্যটন শিল্পের উন্নতির উপর জোর দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপি ইস্তাহারে জোর দেওয়া হবে ইকো-ট্যুরিজমে। মোদির আশ্বাস, 'এমন সময় দূরে নয় যখন ভারত বিশ্বের অর্থনীতির কেন্দ্র হবে।'
দুর্নীতির বিরুদ্ধে তোপ দেগেছেন মোদি। তিনি এদিন বলেন, 'গত ১০ বছরে বিজেপি সরকার দুর্নীতি রুখতে অনেক বড় পদক্ষেপ করেছে। দুর্নীতি গরিব মানুষের অধিকার কেড়ে নেয়। জাতীয় স্তরে দুর্নীতি বন্ধ হয়েছে, গরিব মানুষ সুফল পাচ্ছেন। মোদি সরকার এভাবেই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে।'
তোপ বিরোধীদের:
'অর্ধ সত্য কথা বলছেন প্রধানমন্ত্রী। আইনের ক্ষমতা প্রয়োগ করে উনি আরও বেশি দুর্নীতি করেন', মন্তব্য সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। 'বিজেপিতে গেলে সব সাফ, সব মাফ', মন্তব্য কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মুম্বইয়ে সলমনের বাড়ির বাইরে চলল গুলি, তদন্তে পুলিশ