Suvendu Adhikari: 'IPS না হয়েও সেই পদে'...চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
Lok Sabha Election 2024: বিরোধী দলনেতার পোস্ট তুলে ধরে পাল্টা পুলিশের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, এই পোস্টে যে দাবি গুলি করা হয়েছে, সেগুলি মিথ্যা ও বিভ্রান্তিকর।
কলকাতা: IPS পদমর্যাদার অফিসার নন, তবুও বেশ কয়েকজনকে IPS-দের জন্য নির্ধারিত পদে বসানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পুলিশ সুপার পদে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় লেখেন, ২০২৪ সালের ২১ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচন কমিশন সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে পুলিশ সুপার ও স্পেশাল পুলিশ সুপার পদে থাকা সকল নন-ক্যাডার অফিসারকে অবিলম্বে বদলি করতে হবে এবং কমিশনের কাছে রিপোর্ট পেশ করতে হবে। রাজ্যের পুলিশ অফিসারদের একটি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিককে ট্যাগ করে তিনি লেখেন, 'আমার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা IPS নন অথচ IPS-দের জন্য নির্দিষ্ট পদ অধিকার করে আছেন।'
As per the Press Note No. ECI/PN/29/2024; dated 21.03.2024 the Election Commission of India (ECI) issued directive to all respective State Governments instructing them to promptly transfer non-encadred Officers from their current roles as SP/SSP, with immediate effect, and submit… pic.twitter.com/0us0pA653m
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 23, 2024
বিরোধী দলনেতার পোস্ট তুলে ধরে পাল্টা পুলিশের তরফে সোশ্যায় মিডিয়ায় (Suvendu Adhikari made an Allegation) জানানো হয়, এই পোস্টে যে দাবি গুলি করা হয়েছে, সেগুলি মিথ্যা ও বিভ্রান্তিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনেই কাজ হয়েছে। শুভেন্দু অধিকারীর এই পোস্টের তীব্র বিরোধিতা করে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে তৃণমূল (TMC)। বিরোধী দলনেতার পোস্টে দেওয়া যাবতীয় তথ্য মিথ্যে, ভুয়ো ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে তৃণমূল জানিয়েছে, যাঁদের নাম তালিকায় দেওয়া হয়েছে, তাঁরা উচ্চপদমর্যাদার ক্যাডারভুক্ত IPS অফিসার।
শুভেন্দু অধিকারী তাঁর X হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানেই নাম ধরে এবং পদ ধরে তালিকা রয়েছে। তাঁরা কোন বছরের ব্যাচ সেটাও উল্লেখ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রঙিন চুল থেকে ভূতের মুখোশ, দোলের আগে ক্রেতাদের ভিড় হাওড়ার রঙের দোকানগুলিতে..