(Source: ECI/ABP News/ABP Majha)
Sujata Mondal:প্রচার শুরু সুজাতা মন্ডলের, ক্রিকেট ব্যাট ঘুরিয়ে বললেন 'বিজেপি কুপোকাত হবে'
Saumitra Vs Sujata: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামী-স্ত্রী যে এবার সম্মুখ সমরে, সেটা এর মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে।
তুহিন অধিকারী, বাঁকুড়া: লোকসভা ভোটের (TMC Candidate Bishnupur) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামী-স্ত্রী যে এবার সম্মুখ সমরে, সেটা এর মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। দেরি না করে প্রচারের কাজও শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল (Sujata Mondal Poll Campaign)। বৃহস্পতিবার ইন্দাস বাজারে মিছিল করলেন তিনি। কখনও বাজারের মাঝে দোকানে চপ ভাজলেন, কখনও শিশুকে কোলে তুলে নিয়ে আদর করতে দেখা গেল তাঁকে। এবার লড়াই প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র সঙ্গে। প্রস্তুতি শুরু করে দিলেন আজ থেকে।
বিশদ...
কখনও বাজারের মধ্যে দাঁড়িয়ে চপ ভাজা, কখনও ফুটবলে 'শট' মারা, কখনও খুদের সঙ্গে ক্রিকেটে মেতে ওঠা। এই ভাবে জনসংযোগ করতে দেখা যায় সুজাতাকে। শুধু তাই নয়। ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারিও দিতে শোনা যায়। ব্যাট ঘুরিয়ে বলেন, 'এভাবেই বিজেপিকে বিদায় করব।' আরও বলেন, 'যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায়, জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা হাতে ব্যাট ধরবে। এই ভাবে ব্যাট ঘুরিয়ে বললেন, 'বিজেপি হবে কুপোকাত।' এরপর সংবাদমাধ্যমকে সুজাতা বলেন, ইন্দাসবাসীর জন্য তেলেভাজা করেছেন। ইন্দাসবাসীকে আরও চাঙ্গা হতে হবে। আবার শিশুদের সঙ্গে ক্রিকেট খেলার মধ্যে বলেন, 'খেলা জমে গিয়েছে।' এর পর বিষ্ণুপুরের সাংসদ ও আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থীকে একহাত নেন সুজাতা। সৌমিত্র খাঁ-র নাম না করে অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন তিনি। বলছেন চোখ উপড়ে নেবে। এর পরেই সংযোজন, 'আমরা তো বসে থাকব না। মেয়েরা তৈরি আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। ব্যাটে বলে জবাব দেব।' বিষয়টি নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, 'সুজাতা মন্ডল প্রচারে আসার জন্য মিডিয়ার ক্যামেরার সামনে নাটক করছে। মানুষ ওঁকে ভোট দিয়ে জেতালে সমস্ত এমপি ল্যাডের টাকা লুটে খাবে। হুঁশিয়ারি বিজেপিকে দেখাতে হবে না কারণ অস্ত্র নিয়ে তৃণমূল নেতারা ঘুরে বেড়ায়। বিজেপি নেতারা নয়।'
ফিরে দেখা...
গত বিধানসভা ভোটের আগে ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে! স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই লাইভ সাংবাদিক বৈঠকে নাটকীয় ভঙ্গিমায় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী-ও। সময়ের সঙ্গে ছবিটা এখন একদম অন্য রকম। আসন্ন লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াই সৌমিত্র-সুজাতার। তার আগে প্রচারেও লড়াই শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন:"কুণালকে তো কেউ কিছু বলছে না, বাবুন বললেই সেটা দোষ?’’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর ভাইয়ের