WB Election 2021:আমাকে যতই আটকানো হবে, ততই বাধা ভেঙে এগিয়ে যাব, রায়নার সভায় মিঠুন
মিঠুন তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দুয়ারে রেশন কীভাবে হবে? দুয়ারে রেশন আসলে ভাঁওতাবাজি।
পূর্ব বর্ধমান: বিজেপির হয়ে ভোটের প্রচারে চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমানে রায়নায় বিজেপির সভা থেকে রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন মিঠুন। তিনি বলেছেন, এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে।
মিঠুন তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দুয়ারে রেশন কীভাবে হবে? দুয়ারে রেশন আসলে ভাঁওতাবাজি।
সিনেমা তারকা বলেছেন, রেশন সাধারণ মানুষের অধিকার। এক্ষেত্রে কোনও রকম বঞ্চনা চলবে না। তিনি বলেছেন, ভিক্ষে নয়, মানুষকে তার হকের পাওনা দিতে হবে। বিজেপি ক্ষমতায় এলে এক্ষেত্রে বঞ্চনার ধারা শেষ হবে বলেও তিনি দাবি করেছেন।
কেন্দ্রের বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেছেন মিঠুন। তিনি বলেছেন, আয়ুষ্মাণ ভারত কার্ড থাকলে দেশের যে কোনও জায়গায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তিনি। মিঠুনের প্রশ্ন, এই প্রকল্প কেন রাজ্যে চালু হতে দেওয়া হল না।
উল্লেখ্য, এবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোটবড় নেতা আয়ুষ্মান প্রকল্প নিয়ে তৃণমূলকে আক্রমণ করছেন। তাঁরা রাজনীতির কারণে এই প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চনার অভিযোগ এনেছেন তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে আয়ুষ্মাণ প্রকল্পে সীমাবদ্ধতার দাবি করে স্বাস্থ্যসাথী প্রকল্পের পক্ষে সওয়াল করা হচ্ছে।
মিঠুনের অভিযোগ, তাঁর একাধিক কর্মসূচীর অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন, আমাকে যতই আটকানো হবে, ততই বাধা ভেঙে এগিয়ে যাব।মিঠুনের দাবি, এবার তৃণমূলকে হারাবোই।
মিঠুন বলেছেন, এ রাজ্যে সুদিন আনার লক্ষ্যে প্রচার করছেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এক সময়ের তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন মিঠুন। এবার তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ব্রিগেডের সভায় ফিল্মি ডায়লগে বিজেপি কর্মী সমর্থকদের মন কেড়েছিলেন তিনি। এরপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির সমর্থনে রোড শো-জনসভা করছেন তিনি।