WB Election 2021: 'পালানোর রাজনীতি করি না', নাম না করে তথাগতকে জবাব দিলীপের
‘একজন সিনিয়র নেতা হয়ে কী করে বলেন?’, প্রতিক্রিয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের
কলকাতা: ভোটে সেলিব্রিটি-প্রার্থীদের নিয়ে তথাগত রায়ের বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে জবাব দিলেন দিলীপ ঘোষ। নাম না করে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ' আমি পালানোর রাজনীতি করি না। কেউ কল্পনার জগতে থাকতেই পারেন। কিন্তু, আমরা বাস্তবে লড়াই করেছি।'
এদিন দিলীপ বলেন, আমরা লড়াই করেছি। এটা অসম যুদ্ধ। আজ পর্যন্ত রেকর্ড সিট আমরা জিতেছি। যেটা কেউ কল্পনা করেননি। আমরা এখনও লড়াই করছি। যে কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করছেন আমরা তাঁদের সঙ্গে আছি। আগামী দিনেও লড়ব। তাঁর আরও দাবি, 'আগের থেকে ভাল ফল হয়েছে। আজ নয়তো কাল পরিবর্তন হবেই।'
তথাগত মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহাও। তিনি বলেন, "এখন কর্মীদের পাশে দাঁড়ানোর দরকার। কর্মীদের উদ্ধার করা দরকার। এটাই প্রথম কাজ। পরে হারার বিভিন্ন কারণের ময়নাতদন্ত করা যাবে।"
দু’শোর টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে, একশোও ছুঁতে পারেনি বিজেপি। কিন্তু, খোদ নরেন্দ্র মোদি-অমিত শাহ বাংলায় ঝাঁপিয়ে পড়ার পরও বিজেপির এরকম ভরাডুবি কেন? তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে দলের অন্দরে। এর মধ্যেই খারাপ ফল নিয়ে সামনে চলে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব।
ঠিক ভোটের মুখে বিজেপিতে আসা একগুচ্ছ তারকাকে প্রার্থী করে ভোটের ময়দানে নামিয়েছিল বিজেপি। কিন্তু, এদের মধ্যে একজনও জিততে পারেননি।
এই প্রেক্ষাপটে সবেমাত্র রাজনীতিতে আসা তারকাদের প্রার্থী করা নিয়ে সরাসরি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের নাম করে, তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
ট্যুইটারে তিনি লিখেছেন, তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?
শুধু তাই নয়। তথাগত রায়ের রোষে পড়েন তারকা-প্রার্থীরাও। তিনি বলেন, এই সব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অথচ বরানগর থেকে পার্নো মিত্র , বেহালা পশ্চিম থেকে শ্রবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পূর্ব থেকে পায়েল সরকারকে নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপির নির্বাচনী কমিটি। এই মহিলারা রাজনৈতিকভাবে এমনই বুদ্ধিহীন যে তাঁরা তৃণমূলের নেতা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গেছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এমনকী তাঁর সঙ্গে সেলফিও তুলেছেন। এঁরা প্রত্যেকেই হেরে ভূত হয়েছেন। পার্নো মিত্র অবশ্য প্রমোদ ভ্রমণে যাননি। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে?
বর্ষীয়ান নেতা আরও বলেন, এটা ভুলে গেলে চলবে না যে বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনও উদ্দেশ্য আছে তাহলে?
তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে, বিজেপি নেতা তথাগত রায়ের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেহালা পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী শ্রাবন্তী। বলেন, প্রমাণ আছে টাকা নিয়েছি? মহিলা সম্পর্কে এমন মন্তব্য করছেন। একজন সিনিয়র নেতা হয়ে কী করে বলেন?
যে মদন মিত্রর সঙ্গে বিজেপির তারকা প্রার্থীদের নৌকোবিহার নিয়ে তথাগত রায়ের এই ক্ষোভ, তিনি অবশ্য বিষয়টিতে গুরুত্বই দিচ্ছেন না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তথাগত রায়ের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। বলেন, আমি রাজনীতির প্লেবয়। তাই সবাই আমার কাছে আসে। ওনাকে ডাকিনি বলে রাগ? পরের বার ওনাকেও ডাকব।