WB Election 2021 LIVE Updates: মনোনয়ন জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার, রিপোর্ট তলব কমিশনের
রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে।এই পর্বের জন্য গতকালই প্রচার শেষ হয়েছে। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে।
LIVE

Background
WB Election 2021 LIVE: বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ খানাকুলে
খানাকুলে তৃণমূল নেতার দেহ উদ্ধারের পর রাজহাটিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা। বিজেপির অভিযোগ, রাত আটটা নাগাদ লাঠি রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের ৬ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির। বেশ কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ। ২ গাড়ি ও বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, বলছে শাসক দল।
West Bengal Election 2021: কাটোয়ায় কংগ্রেসের জন্য বরাদ্দ আসনে প্রার্থী দিল সিপিএম
কাটোয়ায় কংগ্রেসের জন্য বরাদ্দ আসনে প্রার্থী দিল সিপিএম। বিক্ষোভের জেরে কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে পারেনি। তাই ওই আসনে প্রার্থী ঘোষণা, বলল সিপিএম। কংগ্রেসের কেউ মনোনয়ন জমা দিলে বিষয়টি ভেবে দেখা হবে। সিপিএমের সঙ্গে কথা বলে জট কাটাতে চায় কংগ্রেস।
WB Election 2021: বিধানসভা ভোটের জন্য রাজ্যে মোতায়েন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বিধানসভা ভোটের জন্য রাজ্যে মোতায়েন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও বাহিনী। আসছে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
WB Election 2021 LIVE: নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল কমিশন
নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল কমিশন। মঙ্গলবার মীনাক্ষীর রোড শো-র সময় হামলার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিএম। এবার মীনাক্ষীর সঙ্গে থাকবে রাজ্যের ৪ জন সশস্ত্র পুলিশ। সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
WB Election 2021: ভোটের আগে গোটা নন্দীগ্রামে অভূতপূর্ব নিরাপত্তা
ভোটের আগে গোটা নন্দীগ্রামে অভূতপূর্ব নিরাপত্তা। গোটা এলাকায় জারি ১৪৪ ধারা। নন্দীগ্রাম থানার দায়িত্ব নিচ্ছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নগেন্দ্রনাথ ত্রিপাঠী এসপি পদমর্যাদার অফিসার। হলদিয়ার দায়িত্বে ডিআইজি প্রবীণ ত্রিপাঠী। প্রতি বুথে থাকবে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বিকেল থেকেই খেয়া পারাপার বন্ধ শুধু নন্দীগ্রামের জন্য থাকছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় চলবে রুট মার্চ। বাইরে থেকে কেউ যাতে ঢুকতে না পারে, বিশেষ ব্যবস্থা নিল কমিশন। খবর নির্বাচন কমিশন সূত্রে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
