WB Election 2021: চণ্ডীপাঠ করতে হচ্ছে মমতাকে, এটাই নতুন ভারত, পুরুলিয়ায় মেরুকরণের তাস হাতিয়ার যোগীর
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে বিজেপির হিন্দুত্বের 'পোস্টার বয়' আদিত্যনাথ তৃণমূল নেত্রীকে নিশানা করলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রকাশ্যে চণ্ডীপাঠ করছেন, মন্দিরে মন্দিরে যেতে বাধ্য হচ্ছেন। এটা আসলে বিজেপি যে পরিবর্তন এনেছে, তারই প্রভাব।
অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ: পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের ঝুলি থেকে মেরুকরণের তাস বার করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, পুরুলিয়ায় দাঁড়িয়ে যোগীর সভা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে বিজেপির হিন্দুত্বের 'পোস্টার বয়' আদিত্যনাথ তৃণমূল নেত্রীকে নিশানা করলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রকাশ্যে চণ্ডীপাঠ করছেন, মন্দিরে মন্দিরে যেতে বাধ্য হচ্ছেন। এটা আসলে বিজেপি যে পরিবর্তন এনেছে, তারই প্রভাব।
পুরুলিয়ার বলরামপুরে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, ২০১৪-তে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার আগে এমন একটা ধারণা গড়ে উঠেছিল যে, মনে করা হত, মন্দিরে গেলে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে এর প্রভাব পড়বে। কিন্তু এখন পরিস্থিতিতে বদল এসেছে, মমতা দিদিও মন্দিরে যাচ্ছেন, চণ্ডীপাঠও করছেন। এটা কি পরিবর্তন নয়? এটাই নতুন ভারত। সবাই ভগবানের কাছে যেতে পারেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে বলে অভিযোগ করেছেন। তাঁর আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। ছাতনার সভায় তিনি বলেছেন, মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার কোথায়? বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে। এই বহিরাগতরা এলে বাংলার মেয়েরা সুরক্ষিত থাকবে না।
দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোট-বাজারের উত্তাপ। দিনভর একের পর এক সভা। প্রতিপক্ষকে আক্রমণ করতে, ঝুলি থেকে সেরা অস্ত্র বার করছেন হেভিওয়েটরা। মঙ্গলবার বাংলা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধ ঘিরেও তেমনই টানটান বাগযুদ্ধের সাক্ষী থাকল রাজ্যবাসী।
এদিন পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের অনুপ্রবেশ ইস্যুতে সরব হন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, তৃণমূল শাসনে অরাজকতা চলছে... বেআইনি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে গরিবের রেশন ভোগ করছে... বিজেপি ক্ষমতায় এলে অন্যায়ের অবসান হবে।
পাল্টা পুরুলিয়ারই মানবাজারের সভা থেকে পাল্টা আক্রমণ শানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, বর্ডার কে পাহারা দেয়? তাহলে অনুপ্রবেশের দায় কার? দায় কেন্দ্রীয় সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রী আগে ছিলেন রাজনাথ... এখন অমিত শাহ... তাঁরা কেন ইস্তফা দেবেন না?
বলরামপুরের সভা থেকে ফের একবার নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন ফেরি করার চেষ্টা করেন আদিত্যনাথ। তিনি বলেন, স্বাধীনতার পর কংগ্রেস, তারপর কমিউনিস্ট, তারপর তৃণমূল রাজ্যকে শেষ করেছে... গরিবি বেকারত্ব বেড়েছে... অন্যদিকে, সবকা সাথ সবকা বিকাশই মোদির স্বপ্ন।
অন্যদিকে, বিজেপির উদ্দেশে তথ্য পরিসংখ্যান নিয়ে বিতর্কে বসার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেকও। রঘুনাথপুরের সভা থেকে তিনি বলেছেন, তথ্য-পরিসংখ্যান বেছে নিন। স্টেজ আপনার, সঞ্চালক আপনার। এক ঘণ্টা আগে বলবেন, আমি যাব। দশ শূন্য গোলে না হারালে রাজনীতির আঙিনায় পা রাখব না... একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে... লকডাউনের সময় কারও টিকি দেখা যায়নি।
গত লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, জঙ্গলমহলের চার জেলার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টিতেই এগিয়ে ছিল বিজেপি। ১০টিতে এগিয়ে ছিল তৃণমূল।
এবার বিধানসভা ভোট শুরু হচ্ছে জঙ্গলমহল দিয়ে। সেখানে কার পাল্লা ভারী হবে? বোঝা যাবে দোসরা মে ইভিএম খুললেই।