WB Election 2021: কোভিড পরিস্থিতিতে কীভাবে প্রচার? নির্দেশিকা কমিশনের
ভোটগ্রহণ থেকে ভোটপ্রচারে করোনা বিধি মানা বাধ্যতামূলক বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে প্রচার তা নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন
কলকাতা: করোনাকালে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটপ্রচার থেকে ভোটগ্রহণে করোনা বিধি মানা বাধ্যতামূলক বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে প্রচার তা নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
১. বাড়ি বাড়ি প্রচার- কোভিড বিধি মেনে এক্ষেত্রে প্রার্থী সহ সর্বোচ্চ ৫ জন প্রচারে অংশ নিতে পারবেন। তবে প্রার্থীর নিরাপত্তারক্ষীরা এই তালিকায় নেই।
২. রোড শো- রোড শো করে ভোট প্রচারের ক্ষেত্রে ৫টি গাড়িকে অনুমতি দেওয়া হবে। নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকলে তা এর মধ্যে পড়বে না। প্রত্যেকটি গাড়ির মধ্যে দূরত্ব হতে হবে ১০০ মিটার।
৩. ভোট প্রচারে মিটিং- কোভিড বিধি মেনে সব জমায়েত করতে হবে। জেলা নির্বাচন আধিকারিক একাধিক নিয়ম লাগু করতে পারে।
- কোন মাঠে বা অঞ্চলে সভা হবে জেলা নির্বাচন আধিকারিককে তা নির্দিষ্টভাবে দেখতে হবে। সেখানে ঢোকা এবং বেরোনোর রাস্তা নির্দিষ্ট করে দিতে হবে।
- সামাজিক দূরত্ব মানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
- কোভিড ১৯ বিধি মানা হচ্ছে কি না তা পর্যালোচনার দায়িত্ব জেলার স্বাস্থ্য দফতরের অফিসারের।
- সংশ্লিষ্ট রাজ্য সরকারের জমায়েত সংক্রান্ত যে নিয়মবিধি আছে তা মানা হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের।
- সভা বা জমায়েতে প্রত্যেক দলের প্রার্থী, নেতা,কর্মী সহ বাকিদের মাস্ক পরতে হবে। স্যানিটাইজার ব্যবহার এবং থার্মাল স্ক্রিনিংও করাতে হবে।
- কমিশনের নিয়ম মেনে সুবিধা অ্যাপ ব্যবহার করতে হবে।
নিয়ম না মানলে কী হবে?
কমিশন সাফ জানিয়েছে নির্বাচন পর্বে কোভিড বিধি না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, ৫১ থেকে ৬০ ধারার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারতীয় সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।