WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামে মমতার কনভয় লক্ষ্য করে ফের জয় শ্রীরাম স্লোগান
West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে ভোটের মুখে ফিরেছে ১৪ বছর আগেকার গুলিকাণ্ডের স্মৃতি। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকারী পরিবারের চরম সংঘাত বেধেছে। এরইমধ্যে নন্দীগ্রামে ভোটের আগে শিল্পায়ন ইস্যুতে রাজ্যের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Background
কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে তুঙ্গে প্রচার। তৃণমূল-বিজেপি চাপানউতোর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও। নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কটাক্ষ করে বললেন, উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন! শীত, গ্রীষ্ণ, বর্ষা, আমিই থাকব। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, কাঁথির ছেলে, নন্দীগ্রামের ভূমিপুত্র কী করে?
নন্দীগ্রাম আন্দোলনের দুই কাণ্ডারী এখন দু’পথে। তাদের নিজেদের এখন মধ্যেই সংঘাত।আর এই প্রেক্ষাপটেই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
নন্দীগ্রামে ভোটের মুখে ফিরেছে ১৪ বছর আগেকার গুলিকাণ্ডের স্মৃতি। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকারী পরিবারের চরম সংঘাত বেধেছে। এরইমধ্যে নন্দীগ্রামে ভোটের আগে শিল্পায়ন ইস্যুতে রাজ্যের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, বামফ্রন্ট সরকারের সময় থেকেই যে অর্থনৈতিক-রাজনৈতিক ভাবনা আমরা রাজ্যের মানুষকে বলার চেষ্টা করেছি তা হল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। আমরা সেই পথে এগিয়েছি। কিন্তু, দুর্ভাগ্যবশত, বর্তমান সরকারের হাতে গত দশ বছরে সেই কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি। উল্লেখযোগ্য কোনও শিল্প আসেনি এক দশকে। নন্দীগ্রাম ও সিঙ্গুরে শ্মশানের নীরবতা। সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে। কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন বাংলার যুব সমাজ। সরকারি ক্ষেত্রে কোনও নিয়োগ নেই। বাংলার মেধা ও কর্মদক্ষতা যা আমাদের সম্পদ - তা আমাদের রাজ্য ছেড়ে ভিনরাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে।...একদিকে তৃণমূল কংগ্রেসের স্বৈরতান্ত্রিক দাপাদাপি অন্যদিকে বিজেপির বৃহৎ পুঁজির স্বার্থে সর্বনাশা আর্থিক নীতি, বিভেদের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ - যার পেছনে রয়েছে আরএসএস-এর ভয়ঙ্কর মতাদর্শ। এরই পরিণতিতে আজকের এই ধ্বংসচিত্র।...বর্তমান অবস্থার অবসান ঘটাতেই হবে। আজ বাংলার মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
WB Election 2021: অপসারিত মহিষাদলের সিআই, সরলেন হলদিয়ার এসডিপিও
ভোটের ঠিক আগে অপসারিত মহিষাদলের সিআই। হলদিয়ার এসডিপিও-কেও সরাল নির্বাচন কমিশন। বিচিত্রবিকাশ রায়ের জায়গায় নতুন সিআই শীর্ষেন্দু দাস। বরুণ বৈদ্যের জায়গায় নতুন এসডিপিও উত্তম মিত্র। ভোটের কাজে পক্ষপাতের অভিযোগে অপসারিত। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না ২ পুলিশ অফিসার।
WB Election 2021 LIVE: গোসাবার বিপ্রদাসপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
গোসাবার বিপ্রদাসপুরে বিজেপি নেতাকে মারধর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। এমআর বাঙুর হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি নেতা।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, দাবি তৃণমূলের।





















