WB Election 2021: জঙ্গলমহল আজ জমজমাট, বাঁকুড়া-পুরুলিয়ায় প্রচার শাসক-বিরোধী হেভিওয়েটদের
বিজেপির সামনে গড় ধরে রাখার চ্যালেঞ্জ, ছিনিয়ে নেওয়ার লড়াই শাসক শিবিরের
কলকাতা: গত লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপির ভোটব্যাঙ্ক বেড়েছিল। এবার বিধানসভা ভোটে সেই জমি ধরে রাখতে প্রচারে ঝড় তুলতে চাইছে পদ্ম শিবির।
গত লোকসভা ভোটে বাঁকুড়াতে ভাল ফল করেছিল বিজেপি। একুশের বিধানসভা ভোটে বিজেপির সামনে চ্যালেঞ্জ গড় ধরে রাখার।
সোমবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে রোড শো করবেন বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দ্বিতীয় রোড শো-টি হবে পুরুলিয়ার পারা বিধানসভার সাঁওতালডিহিতে।
বাঁকুড়ায় আজ জোর প্রচারে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন ওন্দার বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করবেন রাজীব।
গতকাল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে তিলাবেদিয়া ময়দানে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এনিয়ে চতুর্থবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি।
বাঁকুড়ার সভার শুরুতে উপস্থিত জনতাকে বাংলায় সম্বোধন করেন নরেন্দ্র মোদি। তাঁর মুখে ছিল মা সারদার প্রসঙ্গ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম।
বিরোধী শিবির যেখানে গড় ধরে রাখার জন্য ঝাঁপিয়ে পড়েছে, সেখানে জঙ্গলমহল পুনরুদ্ধারে তৎপর শাসকদলও। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সামনে আসন ছিনিয়ে নেওয়ার লড়াই।
৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন তিনি।
মমতার পাশাপাশি, পুরুলিয়ায় আজ দলের প্রচারে থাকবেন অভিনেতা-সাংসদ দেব। একুশের বিধানসভা নির্বাচনে অন্য ভূমিকায় দেব। বিভিন্ন জেলায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন তৃণমূল সাংসদ।
আজ পুরুলিয়ার রঘুনাথপুর, পারা, বাঘমুণ্ডি এই তিনটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নিয়ে রোড শো করবেন ঘাটালের সাংসদ-অভিনেতা।
অন্যদিকে, দিনভর একাধিক কর্মসূচি রয়েছে আরেক হেভিওয়েট নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। আজ ভেকুটিয়ায় ২টি হরিপুরে ২টি এবং নন্দীগ্রামে ৩টি পথসভা করবেন তিনি। দুপুরে কর্মীদের সঙ্গেই সারবেন মধ্যাহ্নভোজ।