এক্সপ্লোর
৭ বছর পার, ‘আশিকী টু’-র সম্পর্কে এই তথ্যগুলি জানলে চমকে যাবেন!
আপনিও কি ‘আশিকী-২’ জুটির ভক্ত? ছবিটি দেখতে এখনও ভাললাগে? তাহলে পড়ে দেখুন তো, ছবিটি সম্পর্কে এই তথ্যগুলো আপনি জানতেন কি না।
![৭ বছর পার, ‘আশিকী টু’-র সম্পর্কে এই তথ্যগুলি জানলে চমকে যাবেন! 5 lesser known facts of the Aashiqui 2 ৭ বছর পার, ‘আশিকী টু’-র সম্পর্কে এই তথ্যগুলি জানলে চমকে যাবেন!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/04/27001317/Shraddha-Kapoor-Aashiqui-2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ৭ বছর পেরিয়েও ‘আশিকী-২’-র স্মৃতি অমলিন। অনুরাগীদের স্মৃতিতে এখনও টাটকা শ্রদ্ধা-আদিত্যর আবেগী অভিনয়। এই উপলক্ষ্যে অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শ্রদ্ধা।
আপনিও কি ‘আশিকী-২’ জুটির ভক্ত? ছবিটি দেখতে এখনও ভাললাগে? তাহলে পড়ে দেখুন তো, ছবিটি সম্পর্কে এই তথ্যগুলো আপনি জানতেন কি না।
১. গুরু দত্তের জনপ্রিয় ছবি ‘পেয়াসা’-য় ওয়াহিদা রহমানের চরিত্রটি শ্রদ্ধার খুব পছন্দের। ‘আশিকী-২’-তে তাঁর চরিত্রটিতেও সেই চরিত্রের ছায়া খুঁজে পান তিনি। ছবি মুক্তির পর একটি সাক্ষাৎকারে এমনটাই জানান শ্রদ্ধা।
২. ‘আশিকী-২’-র জন্য ‘যশ রাজ ফিল্মস’-এর মতো বড় ব্যানারের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা। অর্জুন কপূরের বিপরীতে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ ছাড়েন তিনি। ‘আউরঙ্গজেব’-ছবির অফার ফিরিয়ে দেন তিনি। যশ রাজের কেউও ভাবেননি একজন নতুন অভিনেত্রী। কিন্তু আউরঙ্গজেব ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি থেকেই সরে আসেন শ্রদ্ধা। মন দেন ‘আশিকী-২’ তে।
৩. ‘ইন্তেজার’ গানটি শুনেছেন? এই গানটি পরে প্রকাশিত হলেও, ‘আশিকী-২’ র কাজ চলাকালীনই লেখা হয়ে গেছিল এর স্থায়ী। অরিজিৎ গেয়েওছিলেন। কিন্তু ছবিতে গানটি ছিল না।
৪. ‘আশিকী-২’র গানের জনপ্রিয়তা ১৯৯০ এর ‘আশিকী’-র গানকে ছুঁয়ে ফেলে। কিন্তু ছবি মুক্তির আগে পরিচালক মোহিত বলেছিলেন, তিনি আশা করেন না যে এই ছবির গান আগেরটিকে ছাপিয়ে যাবে , তিনি শুধু চান এখনকার প্রজন্মকে গান দিয়ে মন ভরিয়ে দিতে।
৫. এই ছবি মুক্তির পর কেউ কেউ আবার অভিযোগ তোলেন, এই ছবিতে মদ্যপানের প্রচার করা হয়েছে। কিন্তু বাক ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে বিতর্কে জল ঢালেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
কলকাতা
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)