5 Years Of Jolly LLB 2: 'জলি এল.এল.বি টু'-এর ৫ বছর পূর্তিতে ছবির ডিলিট হওয়া দৃশ্য শেয়ার করলেন অক্ষয় কুমার
প্রিয় ছবির (Jolly LLB 2) পাঁচ বছর পূর্তিতে ছবির ডিলিট হওয়া প্রিয় দৃশ্য নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)।
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং হিট ছবি 'জলি এল.এল.বি টু' (Jolly LLB 2)। আজকের দিনেই মুক্তি পেয়েছিল এই ছবি। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল। প্রিয় ছবির পাঁচ বছর পূর্তিতে ছবির ডিলিট হওয়া প্রিয় দৃশ্য নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। সঙ্গে লিখেছেন, ''জলি এল এল বি টু' ছবির জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ায় আমি কৃতজ্ঞ। সবাইকে অনেক ধন্যবাদ. সবাইকে জলি সুপ্রভাত জানিয়ে এই ছবির ডিলিট হওয়া আমার অত্যন্ত প্রিয় দৃশ্য শেয়ার করে নিচ্ছি।' 'জলি এল এল বি টু' যাঁরা দেখেছেন, তাঁদের অজানা নয়, এই ছবিতে সৌরভ শুক্ল, অন্নু কপূর এবং অক্ষয় কুমারের মধ্যে আদালতের মধ্যে কত মজার দৃশ্য রয়েছে। কিন্তু ছবি তৈরির পর বেশ কিছু দৃশ্য বাদ পড়ে যায়। তেমনই এক দৃশ্য যা ছবি তৈরির পর ডিলিট হয়ে গিয়েছে, তা নেট মাধ্যমে শেয়ার করলেন অক্ষয় কুমার। এই দৃশ্যে অন্নু কপূরকে ওরফে আইনজীবী প্রমোদ মাথুরকে ঘুষ নেওয়ার ইঙ্গিত করছেন সৌরভ শুক্ল ওরফে সুন্দরলাল ত্রিপাঠী।
আরও পড়ুন - Taapsee Pannu: নেপোটিজম প্রসঙ্গে বিস্ফোরক তাপসী পান্নু
পাঁচ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল কোর্ট রুম ড্রামা 'জলি এল.এল. বি টু'। এই ছবিতে দর্শক অক্ষয় কুমারকে একজন আইনজীবীর চরিত্রে দেখেছে। ছবির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত হাসির মোড়ক বেশ শক্তপোক্ত। তবে কোথাও কোথাও বেশ কিছু সিরিয়াস দৃশ্যও রয়েছে। কানপুরের আইনজীবী জগদীশ্বর মিশ্রা ওরফে জলি কীভাবে ইকবার কাসিম নামে নিরপরাধ ব্যক্তিকে বিচার পাইয়ে আসল সন্ত্রাসবাদী ইকবাল কাদরিকে গ্রেফতার করান, এবং তার সঙ্গে জড়িয়ে থাকা পুলিশস কর্মীদের সাজা দেওয়ান তা নিয়েও টান টান উত্তেজনার কোর্ট রুম ড্রামা 'জলি এল এল বি টু'। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছে হুমা কুরেশিকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্ল, অন্নু কপূর, সায়নী গুপ্ত, মানব কৌল, সঞ্জয় মিশ্র, কুমুদ মিশ্র প্রমুখ অভিনেতারা।