67th Filmfare Awards: 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'-এ সেরার শিরোপা রণবীর সিংহ, কৃতী শ্যাননের মাথায়, রইল সম্পূর্ণ তালিকা
67th Filmfare Awards Full List: দুর্দান্ত পারফর্ম্যান্স, পরিচালকদের তৈরি করা সিনেমার মানের ভিত্তিতে, তারকাখচিত সন্ধ্যায় কে কে কোন কোন ক্যাটেগরিতে পেলেন সেরার সম্মান। রইল গোটা তালিকা।
নয়াদিল্লি: মঙ্গলবার অনুষ্ঠিত হল ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২ (67th Filmfare Awards 2022)। রণবীর সিংহ (Ranveer Singh), কৃতী শ্যাননের (Kriti Sanon) মাথায় উঠল সেরার শিরোপা। কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয়ের কারণে রণবীরের ঝুলিতে হাজির সেরা অভিনেতার সম্মান। অন্যদিকে সারোগেট মাদারের চরিত্রে নজরকাড়া অভিনয়ে জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন কৃতী শ্যানন। দুর্দান্ত পারফর্ম্যান্স, পরিচালকদের তৈরি করা সিনেমার মানের ভিত্তিতে, তারকাখচিত সন্ধ্যায় কে কে কোন কোন ক্যাটেগরিতে পেলেন সেরার সম্মান। রইল গোটা তালিকা।
'৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২'-এর পুরো তালিকা
সেরা অভিনেতা - '৮৩' ছবির জন্য রণবীর সিংহ
সেরা অভিনেত্রী - 'মিমি' ছবির জন্য কৃতী শ্যানন
সেরা অভিনেতা (ক্রিটিকস চয়েস) - 'সর্দার উধম' ছবির জন্য ভিকি কৌশল
সেরা অভিনেত্রী (ক্রিটিকস চয়েস) - 'শেরনি' ছবির জন্য বিদ্যা বালান
সেরা পরিচালক - 'শেরশাহ' ছবির জন্য বিষ্ণুবর্ধন
সেরা ছবি - 'শেরশাহ'
সেরা ছবি (ক্রিটিকস চয়েস) - 'সর্দার উধম'
সেরা সহ অভিনেতা - 'মিমি' ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠী
সেরা সহ অভিনেত্রী - 'মিমি' ছবির জন্য সাই তামহাকর
সেরা গল্প - 'চণ্ডীগড় করে আশিকি' ছবির জন্য অভিষেক কপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে
সেরা সংলাপ - 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ছবির জন্য দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার
সেরা স্ক্রিনপ্লে - 'সর্দার উধম' ছবির ডন্য শুভেন্দু ভট্টাচার্য ও রীতেশ শাহ
সেরা অরিজিন্যাল স্টোরি - 'চণ্ডীগড় করে আশিকি'
সেরা ডেবিউ (অভিনেতা) - '৯৯ সঙ্গস'-এর জন্য এহান ভট্ট
সেরা ডেবিউ (অভিনেত্রী) - 'বান্টি অউর বাবলি ২' ছবির জন্য শর্বরী ওয়াঘ
সেরা ডেবিউ (পরিচালক) - 'রামপ্রসাদ কি তেহরভি' ছবির জন্য সীমা পাহওয়া
সেরা মিউজিক অ্যালবাম - 'শেরশাহ' ছবির জন্য তনিষ্ক বাগচী, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মনত্রোস
সেরা লিরিক্স - '৮৩' ছবির 'লেহরা দো' গানের ডন্য কৌসর মুনির
সেরা গায়ক - 'শেরশাহ' ছবির 'মন ভরেয়া ২.০' গানের জন্য বি প্রাক
সেরা গায়িকা - 'শেরশাহ' ছবির 'রাতাঁ লম্বিয়া' গানের জন্য আসিস কৌর
সেরা অ্যাকশন - 'শেরশাহ' ছবির জন্য স্টেফান রফতার ও সুনীল রড্রিগেস
সেরা আবহ সঙ্গীত - 'সর্দার উধম' ছবির জন্য শান্তনু মৈত্র
সেরা কোরিওগ্রাফি - 'অতরঙ্গি রে' ছবির 'চকা চক' গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়
সেরা পোশাক - 'সর্দার উধম' ছবির জন্য বীরা কপূর
সেরা এডিটিং - 'শেরশাহ' ছবির জন্য এ শ্রীকর প্রসাদ
সেরা প্রোডাকশন ডিজাইন - 'সর্দার উধম' ছবির জন্য মানসী ধ্রুব মেহতা, দিমিত্রি মালিচ
সেরা সাউন্ড ডিজাইন - 'সর্দার উধম' ছবির জন্য দীপঙ্কর চাকি, নিহার রঞ্জন সমল
সেরা ভিএফএক্স - 'সর্দার উধম'
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - সুভাষ ঘাই