Model Harassed: গুরুগ্রামের রাস্তায় মডেলকে অশ্লীল ইঙ্গিত যুবকের, হেল্পলাইনে ফোন করেও সাহায্য পেলেন না তরুণী
Delhi News: দিল্লির গুরুগ্রামের রাজীব চকে এই ঘটনাটি ঘটেছে। ওই মডেল গুরুগ্রামের একটি রাস্তায় ক্যাবের জন্য একাই অপেক্ষা করছিলেন

কলকাতা: গুরুগ্রামে এক মডেলের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই মডেল রাস্তায় একটা ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ে, তাঁর উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করেন এক যুবক। ওই মডেল সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি জানিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন, ঘটনাটি ঘটার পরে, তিনি ১০৯০ নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও সাড়া তিনি পাননি, কোনও সাহায্য পাননি।
দিল্লির গুরুগ্রামের রাজীব চকে এই ঘটনাটি ঘটেছে। ওই মডেল গুরুগ্রামের একটি রাস্তায় ক্যাবের জন্য একাই অপেক্ষা করছিলেন। এই সময়ে এক যুবক তার দিকে নোংরা ইঙ্গিত করে। গোটা ঘটনাটাই মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন ওই তরুণী। তারপরে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে, পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রথমে ওই তরুণী যুবকের অশ্লীল ইঙ্গিতকে উপেক্ষাই করেছিলেন। কিন্তু যখন বিষয়টি হাতের বাইরে চলে যায়, তখন তিনি গোটা ঘটনার ভিডিও শ্যুট করেন ও সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টির ভিডিও পোস্ট করে দেন। ওই তরুণী তাঁর ব্যক্তিগত কাজে গুরুগ্রাম থেকে জয়পুরে গিয়েছিলেন। গত ৩ অগাস্ট, সকাল ১১টার দিকে জয়পুর থেকে বাসে করে দিল্লি জয়পুর হাইওয়ে হয়ে এসে গুরুগ্রামের রাজীব চকে পৌঁছন। এরপরে তিনি বাড়ি পর্যন্ত একটি ক্যাব বুক করেন ও সেখানেই অপেক্ষা করতে থাকেন। সেখানেই ওই যুবক তরুণীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ওই যুবক মাস্কে তার নিজের মুখ ঢেকে নিয়েছিল ও নিজের পোশাক খুলে অত্যন্ত অশ্লীল ইঙ্গিত করে থাকে ওই তরুণীর দিকে।
ওই তরুণী ভিডিওটিতে জানিয়েছেন, ওই যুবক অনেকক্ষণ ধরেই তাঁর আশেপাশে ঘোরাফেরা করছিলেন। ওই তরুণী অস্বস্তিতে পড়ে ক্যাব চালককে অনেকবার ফোন ও করেছিলেন। কিন্তু ক্যাবচালক ফোন ধরেননি। পরিস্থিতি বুঝে ওই তরুণী যে ক্যাবটি বুক করেছিলেন সেটি বাতিল করে দেন এবং আরও একটি অন্য ক্যাব বুক করেন। সেই ক্যাবে করে তিনি বাড়ি ফিরে আসেন ও তারপরেই ওই ভিডিওটি গুরুগ্রাম পুলিশ, মহিলা হেল্পলাইন ও সরকারি বিভাগকে পাঠান, কিন্তু কোনও সাহায্য পাননি ওই তরুণী। ১০৯০ নম্বরে ফোন করেও কোনও সাহায্য় পাননি ওই তরুণী। তিনি অনলাইনেও অভিযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নেয়নি।
তরুণীর অভিযোগ, পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করতে চায়নি। তিনি যখন অনলাইনে অভিযোগ জানানোর চেষ্টা করেন, তখন তাঁকে বলা হয় থানায় এসে অভিযোগ জানাতে। তরুণীর প্রশ্ন, এই ধরনের অভিযোগ করতে কেন থানায় যেতে হবে? অনলাইনে নেওয়া যাবে না? পুলিশের মুখপাত্র সন্দীপ কুমারের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই তাঁদের নজরে এসেছে। তদন্ত চলছে।






















