Watch: ছেলের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন আমির খান! দেখুন ভিডিও
Aamir Khan: ছেলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন আমির খান। কিন্তু কেন? কী এমন হল, যার জন্য এমন কাণ্ড ঘটালেন অভিনেতা?
মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন আমির খান (Aamir Khan)। দ্বিতীয় বিবাহিত জীবনেও ইতি টেনেছেন অভিনেতা। তবে, প্রাক্তন দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। কখনও দেখা যায় মেয়ে ইরা এবং তাঁর প্রেমিকের সঙ্গে জন্মদিন উদযাপন করতে। তো কখনও ছোট ছেলের সঙ্গে চুটিয়ে আম খাওয়া উপভোগ করার ছবিতে মুগ্ধ থাকেন অনুরাগীরা। সমালোচকরা কী বলছেন, তাতে কোনওদিনই বিশেষ গুরুত্ব দিতে দেখা যায় না বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। তিনি নিজের শর্তে জীবন কাটান। আর তার ক্যামেরাবন্দি মুহূর্তও প্রকাশ্যে আনেন প্রোডাকশন হাইজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মারফত। সম্প্রতি সেখানেই একটি অন্য ছবি ধরা পড়ল। যেখানে দেখা গেল, ছেলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন আমির খান। কিন্তু কেন? কী এমন হল, যার জন্য এমন কাণ্ড ঘটালেন অভিনেতা?
ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন আমির খান-
সম্প্রতি আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট ছেলে আজাদের সঙ্গে বৃষ্টির মধ্যে চুটিয়ে ফুটবল (Football) খেলায় মেতে রয়েছেন আমির খান। মুম্বইয়ের অঝোর ধারার বৃষ্টিকে (Mumbai Rain) যেন উপভোগ্য করে তুলেছেন অভিনেতা। তাও কোনও মাঠে নয়, নেহাতই গাড়ি পার্কিয়ের জায়গায়। বৃষ্টির মধ্যে ছেলে আজাদের সঙ্গে ফুটবল খেলছেন আমির খান। সেই ভিডিওতেই এরপর দেখা যায়, কে কতগুলো গোল করেছে, তা নিয়ে ছেলের সঙ্গে তর্ক চলছে আমিরের। ছেলের দাবি, সে ৩টি গোল করেছে। কিন্তু আমির বলছে না। গোল হয়েছে ১টা। বাবা-ছেলের এই মজার খুনসুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরাও বৃষ্টির মরসুমে এমন ভিডিও উপভোগ করেছেন। যার প্রমাণ মিলেছে কমেন্ট বক্সে।
আরও পড়ুন - Malaika Arora: দুর্ঘটনা থেকে ফিরে সুস্থ হওয়ার জন্য কাকে কৃতজ্ঞতা জানালেন মালাইকা?
ছেলের সঙ্গে আমির খানের ফুটবল খেলার ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'বৃষ্টিতে আমির স্যরের সঙ্গে ফুটবল! উফ! অসাধারণ।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'অসাধারণ লাগছে দেখতে।' কোনও-কোনও অনুরাগী আবার এরইমধ্যে অভিনেতার স্বাস্থ্যের কথা চিন্তা করতেও ভোলেননি। কমেন্টে লিখেছেন, 'খুব সাবধানে থাকুন স্যর। দয়া করে অসুস্থ হয়ে পড়বেন না। আমরা আপনাকে চাই'। এভাবেই বৃষ্টির দিনকে আরও মজাদার ও উপভোগ্য করে তুললেন অভিনেতা।
প্রসঙ্গত, বেশ কয়েকবার মুক্তির দিন পরিবর্তনের পর আমির খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chaddha) মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।