Abhishek Bachchan Injury: নেই ঐশ্বর্য্য, অসুস্থ অভিষেককে দেখতে হাসপাতালে অমিতাভ, শ্বেতা
অসুস্থ অভিষেককে দেখতে হাসপাতালে গেলেন বাবা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর বোন শ্বেতা। হাতের চোট নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে বর্তি রয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)
মুম্বই: অসুস্থ অভিষেককে দেখতে হাসপাতালে গেলেন বাবা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর বোন শ্বেতা। হাতের চোট নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে বর্তি রয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। গতকাল রাতেই হাসপাতালে আনা হয় তাঁকে।
অভিষেকের অসুস্থতা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেনি পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগেও স্ত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল অভিষেককে। তখনও তাঁর হাতে ব্যান্ডেজ ছিল। নতুন করে কোনও সমস্যা হয়েছে অভিষেকের নাকি পুরনো চোট, তা এখনও জানা যায়নি। অন্যদিকে আপাতত শ্যুটিং-এর কাজে ব্যস্ত ঐশ্বর্য্য। অভিষেকের অসুস্থতার খবর পেয়ে তিনি ফিরে এসেছেন কি না তা এখনও জানা যায়নি। তবে হাসপাতালে আসেননি অভিষেক পত্নী।
এদিন সাদা পোশাকে গাড়ি করে হাসপাতালে আসেন অমিতাভ। তাঁর মাথায় ছিল সাদা টুপি, মুখে মাস্ক। করোনা বিধি মেনেই অভিষেকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতাও। তাঁর মুখেও ছিল মাস্ক। এদিন পাপারাৎজিরা বচ্চন পরিবারকে ক্যামেরাবন্দি করলেও তাঁদের কেউই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও কথা জানাননি।
আগামী দিনে 'বব বিশ্বাস' ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। কলকাতায় এই ছবির শ্যুটিং সারতে এসেছিলেন অভিষেক।
গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। রোগমুক্তির পর হাসপাতাল থেকে ট্যুইট করে অভিষেক লেখেন,'প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, করোনাকে হারাবই। আপনাদের সকলকে ধন্যবাদ,আমার জন্য ও পরিবারের সকলের জন্য প্রার্থনা জানিয়েছেন আপনারা। হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।'
অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘বদলা’-র সাফল্যের পর শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট আরও একটি সিনেমার জন্য ফের জুটি বেঁধেছে সুজয় ঘোষের সঙ্গে। সুজয় এসআরকে-র সঙ্গে সহ প্রযোজকের ভূমিকায় থাকবেন। এসআরকে ও সুজয় ঘোষের যৌথ উদ্যোগে ‘বব বিশ্বাস’ নামে ওই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। বিদ্যা বালন অভিনীত জনপ্রিয় ‘কহানি’ সিনেমার চরিত্র ‘বব বিশ্বাস’-কে ভিত্তি করে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসিয়ার ট্যুইটার হ্যান্ডেলে।