এক্সপ্লোর
তাঁদের ছেলে, মাসে ৬৫ হাজার টাকা দিন! আদালতে দম্পতি, পাল্টা হাইকোর্টে ধনুশ

মাদুরাই: মহা ঝামেলায় পড়েছেন জনপ্রিয় তামিল অভিনেতা ধনুশ। এক বৃদ্ধ দম্পতি তাঁকে নিজেদের তৃতীয় সন্তান বলে দাবি করে আদালতে পিটিশনে বলেছেন, তাঁরা নিজেদের ভরণপোষণের খরচ মেটাতে পারছেন না, ধনুশকে তাঁদের প্রতি মাসে ৬৫ হাজার টাকা দিতে নির্দেশ দেওয়া হোক। নিম্ন আদালতে ওই দম্পতির দায়ের করা মামলা খারিজের দাবিতে আজ মাদ্রাজ হাইকোর্টের বেঞ্চে পিটিশন দিয়েছেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে-জামাই। পাশাপাশি মেলুরে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে বকেয়া শুনানির ওপর স্থগিতাদেশও চেয়েছেন। মাদ্রাজ হাইকোর্টে ধনুশের পিটিশনটি উঠলে বিচারপতি জি চোখালিঙ্গম কাথিরেশন ও মীনাক্ষী নামে ওই দম্পতিকে তাঁদের বক্তব্য জানাতে বলেন। ৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন তিনি। ওই দম্পতির দাবি, স্কুলে পড়ার সময় ধনুশ সিনেমায় নামার জন্য চেন্নাই পালিয়ে গিয়েছিলেন। তাঁকে তাঁরা খুঁজে পাননি। পরে ধনুশ অভিনীত ছবি দেখে তাঁকে শনাক্ত করেন। চেন্নাইয়ে ধনুশের সঙ্গে দেখা করার চেষ্টা করেও সফল হননি তাঁরা। যদিও 'ওদের পুরো বক্তব্যই মিথ্যা' বলে দাবি ধনুশের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















