New Movie: মেয়েদের নিরাপত্তা, লড়াইয়ের গল্প নিয়ে আসছে 'রিয়েল ডেভিল', গুরুত্বপূর্ণ চরিত্রে অনামিকা সাহা
Anamika Saha New Movie: বাঙালি দর্শকের জন্য নতুন সিনেমা আসতে চলেছে, নাম 'রিয়েল ডেভিল'। এই সিনেমা দর্শকের মাঝে এক রোমাঞ্চকর ও এক প্রতিবাদের গল্প উপস্থাপন করবে। অভিনয়ে অনামিকা সাহা।
কলকাতা: বড়পর্দায় এবার মেয়েদের নিরাপত্তা (Women Safety), স্বাধীনতা ও লড়াইয়ের গল্প নিয়ে আসছে নতুন ছবি। মুক্তির অপেক্ষায় 'রিয়েল ডেভিল' (Real Devil)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহাকে (Anamika Saha)।
মেয়েদের নিরাপত্তা ও লড়াইয়ের গল্প বলতে আসছে 'রিয়েল ডেভিল'
বাঙালি দর্শকের জন্য নতুন সিনেমা আসতে চলেছে, নাম 'রিয়েল ডেভিল'। এই সিনেমা দর্শকের মাঝে এক রোমাঞ্চকর ও এক প্রতিবাদের গল্প উপস্থাপন করবে। সম্পূর্ণ রহস্য ও ভয়ের মিশ্রণে তৈরি গল্পের টানটান উত্তেজনা দর্শকদের প্রত্যেক প্রেক্ষাগৃহে ধৈর্য ধরে বসে থাকতে বাধ্য করবে। 'রিয়েল ডেভিল' নির্মিত হয়েছে আর এস ফিল্ম ওয়ার্কসের ব্যানারে।
এই ছবির পরিচালক ও গল্পকার রাহুল শেখ এবং প্রযোজক হাফিজুর রহমান খান। 'রিয়েল ডেভিল' ছবির শ্যুটিং হয়েছে বহরমপুর, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকায়, যার মাধ্যমে সিনেমার গল্পে একটি ভিন্ন আবহ তৈরি হবে। কী ধরনের গল্প বলবে এই ছবি।
'রিয়েল ডেভিল' গল্পটি একজন অসহায় বাবার। তার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজে মেয়েদের নিরাপত্তা, নির্মম ধর্ষণের ঘটনা ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি। এই ছবির কাস্টিংয়ে রয়েছে নানা চমক। ডেভিল তথা সমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টনি খানকে। অভিনেত্রী অনামিকা সাহাকে দেখা যাবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেতা প্রদীপ ধরকে এই প্রথমবার মুখ্য খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দেবাশীষ গঙ্গোপাধ্যায়কে এক বিশেষ কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবি সম্পর্কে অভিনেত্রী অনামিকা সাহা বলেন, 'এত ভালবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ, আর তাই আবারও সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছি এক বাংলা ছবিতে। ছবির নাম 'রিয়েল ডেভিল'। বর্তমান সময়ে যেভাবে চারিদিকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা শোনা যায়, তাতে নারী সুরক্ষার ওপর প্রশ্ন থেকেই যায়। আজও কি সত্যিই মেয়েরা স্বাধীন হয়েছে? সেই প্রশ্ন তুলেই পরিচালক রাহুল শেখ সকলের সামনে এই ছবি আনতে চলেছেন। এই সময়ে দাঁড়িয়ে এই গল্পে আমার চরিত্র নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি এই ছবি সমাজে কিছু পরিবর্তন আনতে পারবে এই ছবি।'
২ ঘণ্টা ১০ মিনিটের এই 'রিয়েল ডেভিল' ছবিটি খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পরিচালক রাহুল শেখ এই প্রথম একগুচ্ছ শিশুশিল্পী নিয়ে কাজ করেছেন। শিশু শিল্পীদের মধ্যে থাকছেন অঙ্গীরা ভট্টাচার্য, আরোহী কাঞ্জিলাল, শুয়াইব তাইবা, অভিষিক্তা দাস, রুহি প্রমুখ, এছাড়াও প্রায় ২০০ জন শিশুশিল্পী রয়েছেন এই সিনেমায়। পরিচালক এই ছবির মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন আনতে পারবেন বলে আশাবাদী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।