Nondini Chatterjee: শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
Nondini Chatterjee Post: পরিপাটি করে শাড়ি, মাথায় খোঁপা, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না, সাধারণত পর্দায় তাঁকে এই সাজেই দেখে অভ্যস্ত বাঙালি দর্শক। তাঁকেই হঠাৎ বোল্ড লুকে দেখে হতবাক সকলে।
![Nondini Chatterjee: শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের? Actress Nondini Chatterjee posts bold pictures netizens react Nondini Chatterjee: শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/fa39f6b81ee9e137228c3d422cb14c6a1700402814270229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ (Serial Actress)। সাধারণত মা-জেঠিমাদের চরিত্রে তাঁকে বেশি দেখা যায়। কখনও ইতিবাচক তো কখনও নেতিবাচক চরিত্র। তাঁর অভিনয় দক্ষতায় মজেন আট থেকে আশি। তিনি বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ও পরিচিত অভিনেত্রী। তাঁর নাম নন্দিনী চট্টোপাধ্যায় (Nondini Chatterjee)। তবে সম্প্রতি তাঁর পোস্ট করা ছবি রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media Post)। কী এমন ছবি পোস্ট করলেন তিনি? কেন হতবাক নেট দুনিয়া?
নন্দিনী চট্টোপাধ্যায়ের পোস্টে 'সোশ্যাল ঝড়'
দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় মনোকিনি পরে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। আর তাতেই চোখ কপালে নেটিজেনদের। তাঁরা অবশ্য প্রশংসাই করছেন অভিনেত্রীর রূপের।
পরিপাটি করে শাড়ি, মাথায় খোঁপা, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না, সাধারণত পর্দায় তাঁকে এই সাজেই দেখে অভ্যস্ত বাঙালি দর্শক। তাঁকেই হঠাৎ বোল্ড লুকে দেখে হতবাক সকলে। কালো মনোকিনিতে ছবি দেখে মনে হতেই পারে তিনি বয়সকে যেন অজানা জাদুবলে আটকে রেখেছেন। দেখে বোঝার উপায় নেই পর্দায় এই মানুষই কারও কারও শাশুড়ির চরিত্রে অভিনয় করেন।
এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ইউ ডোন্ট ওন মি'। তাঁর পোস্টে প্রশংসা করে মন্তব্য করেছেন একাধিক মহিলাও। একজন লেখেন, 'তুমি আসবে বলে মেঘলা আকাশ, এখনও বৃষ্টি হয়নি', কেউ ভালবাসার ইমোজিতে ভরালেন। অপর একজন লেখেন, 'অপূর্ব সুন্দর লাগছে কাকিমণি। অনেক ভালবাসা রইল।'
View this post on Instagram
আরও পড়ুন: Katrina Kaif: তোয়ালে পরে অ্যাকশন ক্যাটরিনার, 'টাইগার ৩'র ভাইরাল দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
প্রসঙ্গত, অক্টোবরের শেষের দিকেও বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি যেখানে তাঁকে বিকিনি পরে জলকেলি করতে দেখা যায়। সমুদ্র সৈকতে বসেও ছবি তোলেন। ক্যাপশনে তিনি বলেন স্থান কোথায় আন্দাজ করার দায়িত্ব দেন অনুরাগীদের ওপর। উল্লেখ করে দেন গোয়া নয়। সেই ছবি ছিল তাঁর পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে তোলা, জানান নিজেই। সেখানে এক নেটিজেন লেখেন, 'বয়স তো দিন দিন যেন কমে যাচ্ছে।' অপর একজন লেখেন, 'ওহ মাই গড। আমি প্রথম আপনাকে এরকম স্টাইলে দেখছি। দারুণ দারুণ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)