Adipurush Controversy: 'হিন্দু ভাবাবেগে আঘাত', 'আদিপুরুষ' বিতর্কে এবার সেন্সর বোর্ডের জবাব চাইল আদালত
Prabhash: এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়।
![Adipurush Controversy: 'হিন্দু ভাবাবেগে আঘাত', 'আদিপুরুষ' বিতর্কে এবার সেন্সর বোর্ডের জবাব চাইল আদালত Adipurush Controversy: PIL Against Exhibition Of 'Adipurush' For 'Offending Sentiments' Of Hindus: Allahabad High Court Issues Notice To CBFC, Know in details Adipurush Controversy: 'হিন্দু ভাবাবেগে আঘাত', 'আদিপুরুষ' বিতর্কে এবার সেন্সর বোর্ডের জবাব চাইল আদালত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/1b99a45594d1a267d505e10ca30ac968167374901092449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিতর্ক যেন থামছেই না 'আদিপুরুষ' নিয়ে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ছবির নির্মাতারা, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ছবির বিরুদ্ধে। এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) দায়ের করা এই জনস্বার্থ মামলায় এবার সেন্সর বোর্ডের থেকে জবাব চাইল আদালত।
এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে। প্রভাস (Prabhash), কৃতি শ্যানন (Kriti Shanon), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই ছবি প্রথম থেকেই চর্চায়। এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা। আপাতত এই ছবি জুন মাসে মুক্তির কথা।
এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলিংয়ের ছড়াছড়ি। সঙ্গে এও অভিযোগ করা হয়, সেন্সর বোর্ডের শংসাপত্র ছাড়াই মুক্তি পেয়েছে ছবির, যা নিয়মের বিরুদ্ধ। এই মর্মেই অভিযোগ দায়ের করে রুজু হয়েছে জনস্বার্থ মামলা। এবার সেই মামলাতেই সেন্সর বোর্ডের জবাব চাইল এলাহাবাদ হাইকোর্ট।
প্রসঙ্গত, একের পর এক বয়কট ইস্যুতে বিদ্ধ হচ্ছে বলিউডের ছবি। ২৫ তারিখ মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিটি। এই ছবির গান ও টিজারও বিতর্ক ছড়িয়েছিল। সেই বিতর্কের জের এমনই, একাধিক দৃশ্য বাদ দিতে হয়েছে ছবি থেকে। এই সিনোমার 'বেশরম রঙ' গানটি নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)