Adipurush: 'গোটা সিনেমায় বিশেষ কিছুই নেই', 'আদিপুরুষ' ছবির সমালোচনা করায় ব্যক্তিকে মারধর অনুরাগীদের
Adipurush Update: কী এমন বলছিলেন ওই ব্যক্তি? তাঁর রিভিউ অনুযায়ী, 'প্রত্যেক রাক্ষসকে দেখে মনে হচ্ছে প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে।...'
নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে উত্তেজনা উন্মাদনা ছিল তুঙ্গে। প্রাথমিক হিসেব অনুযায়ী, মনে করা হচ্ছে প্রথম দিনেই বিশ্বজুড়ে এই ছবি ১০০ কোটি টাকার ব্যবসা (100 crore global box office opening) করবে। ছবির প্রাথমিক রিভিউ মিলছে মিশ্র (mixed review)। কেউ হয়তো সমালোচনা করছেন ভিএফএক্সের (VFX), কেউ আবার সংলাপ নিয়ে খুশি নন। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রীতিমতো মারধর করা হচ্ছে, কারণ তিনি 'আদিপুরুষ' ছবির সমালোচনা করেছেন।
'আদিপুরুষ' ছবির সমালোচনা করে রোষের মুখে এক ব্যক্তি
ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বুমে ছবি সম্পর্কে কথা বলছেন। সূত্রের খবর এই ভিডিও হায়দরাবাদের প্রসাদ আইম্যাক্সের বাইরের। ছবি সম্পর্কে তাঁর মনোভাব শুনছিলেন পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন। কিন্তু এই ব্যক্তির রিভিউ বিশেষ মনঃপুত হয়নি তাদের। হঠাৎই রেগে গিয়ে তারা চড়াও হন ওই ব্যক্তির ওপর।
কী এমন বলছিলেন ওই ব্যক্তি? তাঁর রিভিউ অনুযায়ী, 'প্রত্যেক রাক্ষসকে দেখে মনে হচ্ছে প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে। হনুমান, আবহ সঙ্গীত ও এদিক ওদিক কিছু থ্রিডি দৃশ্য ছাড়া গোটা সিনেমায় আর কিছুই নেই।'
রামের চরিত্রে প্রভাসের অভিনয় সম্পর্কে ওই ব্যক্তি বলেন, 'ওই পোশাকে ওঁকে একেবারেই মানাচ্ছে না। বাহুবলী ছবিতে উনি ছিলেন এক রাজার মতো, ওতে একটা রাজকীয় ব্যাপার ছিল। ওই রাজকীয়তা দেখে এই ছবিতে ওঁকে কাস্ট করা হয়েছে। ওম রাউত একেবারেই সঠিকভাবে প্রভাসকে দেখাননি।'
#Adipurush - #Prabhas fans beating the public for giving genuine review 🙄
— VCD (@VCDtweets) June 16, 2023
Worst behavior 👍#AdipurushTickets #AdipurushOnJune16pic.twitter.com/zV8waEWm4z
আরও পড়ুন: Fathers Day 2023: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য
'আদিপুরুষ' ছবির এত সমালোচনা পছন্দ করেননি পাশে দাঁড়িয়ে থাকা জনতা। তাঁরা রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন এবং তাঁর ওপর চড়াও হন। ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করে ওই ব্যক্তিরা। তাঁকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে যেতে হয়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial