(Source: ECI/ABP News/ABP Majha)
Tiger Shroff: ব্যর্থ হচ্ছে ছবি, পারিশ্রমিক অর্ধেক করতে বলা হল টাইগার শ্রফকে!
এতদিন তিনি যে টাকা পারিশ্রমিক নিতেন, এবার ছবি পিছু তার অর্ধেক টাকা পারিশ্রমিক চাইতে পারবেন।
মুম্বই: কিছুদিন আগেই শোনা গিয়েছিল আগামী ছবি 'বড়ে মিঞা ছোটে মিঞা'র জন্য পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, পর পর ছবির ব্যর্থতার জন্য এক ধাক্কায় ৫০ শতাংশ পারিশ্রমিক কমিয়ে দিতে বলা হয়েছে তাঁকে। এতদিন তিনি যে টাকা পারিশ্রমিক নিতেন, এবার ছবি পিছু তার অর্ধেক টাকা পারিশ্রমিক চাইতে পারবেন।
পারিশ্রমিক কমল টাইগার শ্রফের-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে টাইগার শ্রফের। 'গণপত' এবং 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য ৩৫ কোটি এবং ৪৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন টাইগার। কিন্তু সাম্প্রতিককালে বলিউডের পরিস্থিতি আগের মতো চলছে না। নেটিজেনদের 'বয়কট ডাক' ব্যাপক প্রভাব ফেলেছে ছবির ব্যবসায়। আর তাই বক্স অফিসেও একের পর এক ছবি ব্যর্থ হচ্ছে। এর কোপ পড়েছে তারকাদের পারিশ্রমিকে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থাগুলোর পক্ষ থেকে টাইগার শ্রফকে তাঁর পারিশ্রমিকের অঙ্ক অর্ধেক করতে বলা হয়েছে। অর্থাৎ, বর্তমানে তাঁর পারিশ্রমিক ছবি পিছু ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা।
আরও পড়ুন - Laal Singh Chaddha: বক্স অফিসে ব্যর্থ 'লাল সিং চাড্ডা', ছবির জন্য বড় ত্যাগ আমির খানের
প্রসঙ্গত, কিছুদিন আগে এক জনপ্রিয় পোর্টালের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তথ্য প্রকাশ করা হয় যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য পারিশ্রমিক কমিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। কিন্তু প্রযোজক জ্যাকি ভগনানি সেই পোস্টের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়। অক্ষয় কিংবা টাইগার অবশ্য এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুযায়ী তথ্য সামনে আসছে যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন দুই তারকা। টাকার অঙ্কটা সত্যিই চোখ কপালে তোলার মতোই। শোনা যাচ্ছে, এই ছবির জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১৪৪ কোটি টাকা। আর টাইগার শ্রফ নিচ্ছেন ৪৫ কোটি টাকা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এমন তথ্য দেওয়া হয়নি। টাইগার শ্রফের 'হিরোপন্তি ২'-এরও অবস্থা খুব ভালো ছিল না। সেই ছবিও ব্যবসা করতে পারেনি বিশেষ। গুঞ্জন রটেছে যে, লাগাতার ছবি ব্যর্থ হওয়ার কারণে আগামী ছবি 'বড়ে মিঞা ছোটে মিঞা'র জন্য পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন টাইগার শ্রফ।