Bollywood Update: মায়ের পর এবার করোনা আক্রান্ত তারকা-কন্যা শানায়া কপূর
Bollywood Update: বলিউডে ফের করোনা হানা। কিছুদিন আগেই করিনা কপূর খান ও অমৃতা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপর অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মহিপ কপূর ও কন্যা শানায় কপূরও করোনা আক্রান্ত হলেন।
নয়াদিল্লি: করোনা আক্রান্ত (Coronavirus) বলিউড অভিনেতা সঞ্জয় কপূরের মেয়ে শানায়া কপূর (Sanjay Kapoor's daughter Shanaya Kapoor)। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সেই খবর জানান তিনি। চলতি সপ্তাহের শুরুর দিকেই তাঁর মা মহিপ কপূর (Maheep Kapoor) করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে কর্ণ জোহরের (Karan Johar) বাড়ির পার্টিতে উপস্থিত ছিলেন তিনিও।
এদিন তারকা কন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সকলকে অনুরোধ করেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন সকলেই করোনা পরীক্ষা করিয়ে নেন। নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে জানান যে তাঁর সামান্য উপসর্গ রয়েছে।
তিনি লেখেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। এখনও পর্যন্ত আমার সামান্য উপসর্গ রয়েছে, কিন্তু সুস্থ বোধ করছি এবং নিজেকে আইসোলেট করেছি। আমি চারদিন আগেই করোনা নেগেটিভ ছিলাম কিন্তু সতর্কতার কারণে আমি ফের পরীক্ষা করাই আর এবার রিপোর্ট পজিটিভ এসেছে।'
তিনি জানান যে সমস্ত সাবধানতা মেনে চলছেন সানায়া। 'ডাক্তার ও স্বাস্থ্যবিদদের দেওয়া সমস্ত নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যদি এসে থাকেন, তাহলে অনুরোধ করছি দয়া করে পরীক্ষা করিয়ে নিন। সকলে সুস্থ থাকুন।'
অন্যদিকে সঞ্জয় কপূর নিজেই নিশ্চিত করেছেন যে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত। তাঁরও সামান্য উপসর্গ রয়েছে।
আরও পড়ুন: Mumbai Coronavirus: 'আমার বাড়ি করোনার হটস্পট নয়', মিডিয়াকে কটাক্ষ করে পোস্ট কর্ণ জোহরের
সম্প্রতি করোনায় (Covid19) আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। টিনসেল টাউনের (Bollywood) দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।