Aradhya Birthday: ব্রাত্যই রইলেন অভিষেক-অমিতাভেরা! মেয়ে আরাধ্যার জন্মদিন একাই উদযাপন করলেন ঐশ্বর্য্য
Aishwarya Rai Bachchan: জন্মদিনের ছবিতে কোথাও দেখা গেল না অভিষেক বচ্চনকে। মেয়ের জন্মদিনে কার্যত ব্রাত্যই রইলেন তিনি।
কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবনে ওঠাপড়া রয়েছে, সমস্যা রয়েছে। তবে তাঁর সঙ্গে রয়েছে মেয়ে। সেটাই হয়তো তাঁর সবচেয়ে বড় ভরসা। মেয়ের জন্মদিন ও প্রয়াত বাবার জন্মদিন একসঙ্গে পালন করলেন অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন রাইসুন্দরী। সাদা সালোয়ার কামিজে সেজেছিলেন ঐশ্বর্য্য। আর সবসময়ে মায়ের সঙ্গে রইলেন আরাধ্যা (Aradhya)।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য্য। সঙ্গে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের দুটো অন্তহীন ভালবাসার মানুষকে। আমার প্রিয় বাবা আর আমার প্রিয় আরাধ্যা। আমার মন, আমার হৃদয়.. তোমরা আমার সবকিছু। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন তাতে দেখা যাচ্ছে, মা ও মেয়ে মিলে ঐশ্বর্য্যের বাবার ছবিকে প্রণাম করছেন, তাঁর সামনে ফুল রাখছেন। দুজনের পরণেই সাদা পোশাক। কোনও কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে ঐশ্বর্য্যর সঙ্গে আরাধ্যায়র ছোটবেলার ছবি। কোথাও মা মেয়ের কেবলই হাতের ছবি। কোথাও আবার অস্পষ্ট আদরের ছবি মা মেয়ের। একটি বেলুনে লেখা, 'আরাধ্যা তুমি এবার অফিসিয়ালি টিনএজার হলে'। এছাড়াও রয়েছে একটি ছবি যেখানে সাজগোজ করে রয়েছেন আরাধ্যা আর মেয়েকে জড়িয়ে ধরে রয়েছেন ঐশ্বর্য্য। দেওয়ালে লেখা লেটস পার্টি।
তবে জন্মদিনের ছবিতে কোথাও দেখা গেল না অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। মেয়ের জন্মদিনে কার্যত ব্রাত্যই রইলেন তিনি। দেখা গেল না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বা জয়া বচ্চন (Jaya Bacchan)-কে। মেয়ের জন্মদিনে দেখা গেল না বচ্চন পরিবারের কাউকেই। তবে দেখা গেল ঐশ্বর্য্য রাই বচ্চনের মাকে। নিজের বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে আরাধ্যায়র জন্মদিন পালন করলেন ঐশ্বর্য্য। আর এই ছবি যেন বাড়িয়ে দিল ঐশ্বর্য্য ও অভিষেকের আলাদা থাকার জল্পনা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।