এক্সপ্লোর
রামদেবের জীবন নিয়ে টেলিভিশন শো প্রযোজনা করছেন অজয় দেবগন

মুম্বই: যোগগুরু রামদেবের জীবন অবলম্বনে তৈরি হওয়া একটি টেলিভিশন শো প্রযোজনা করতে চলেছেন অজয় দেবগন। এই শোয়ের নাম দেওয়া হয়েছে ‘স্বামী রামদেব: এক সংঘর্ষ।’ নেহাতই সাধারণ একজন মানুষ থেকে প্রথমে বিখ্যাত যোগগুরু, তারপর সফল ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনীই দেখানো হবে এই শোয়ে। যোগগুরু হয়ে ওঠার আগে রামদেবের নাম ছিল রামকৃষ্ণণ। সেই ভূমিকায় অভিনয় করবেন ‘চিল্লার পার্টি’-খ্যাত নমন জৈন।
এই শোয়ের বিষয়ে অজয় বলেছেন, ‘এই বায়োপিক সিরিজ নিয়ে মানুষের বিপুল প্রত্যাশা আছে। দর্শকরা এই প্রথম রামদেবের প্রথম জীবনের কথা জানতে পারবেন। তাই সেই চরিত্রে মানাবেন, এমন একজনকে বেছে নেওয়ার দরকার ছিল। নমন জৈন দারুণ প্রতিভাবান অভিনেতা। ও খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছে।’
রামদেবের চরিত্রে অভিনয় প্রসঙ্গে নমন বলেছেন, ‘আমার কাজটা সহজ ছিল না। কারণ, স্বামী রামদেব ছোটবেলায় অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। তাই সেই ছোট গ্রামের সামাজিক সমস্যা বোঝা দরকার ছিল। রামদেবের স্টাইল রপ্ত করে তাঁর চরিত্র ফুটিয়ে তোলাও আমার কাছে চ্যালেঞ্জ।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
