Drishyam 2: 'দৃশ্যম টু' ছবির টিজার প্রকাশ্যে আনলেন অজয় দেবগন
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম টু' ছবির টিজার শেয়ার করেছেন অভিনেতা।
![Drishyam 2: 'দৃশ্যম টু' ছবির টিজার প্রকাশ্যে আনলেন অজয় দেবগন Ajay Devgn Shares Recall Teaser Of 'Drishyam 2', know in details Drishyam 2: 'দৃশ্যম টু' ছবির টিজার প্রকাশ্যে আনলেন অজয় দেবগন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/0485b31c98c3b0f4027e226bc85fd98f1664474134157214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে প্রেক্ষাগৃহে ফিরতে চলেছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম টু'। চলতি বছর ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। জানা গিয়েছে এমনটাই। তার আগে এই ছবির টিজার শেয়ার করে নিলেন অজয় দেবগন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম টু' ছবির টিজার শেয়ার করেছেন অভিনেতা।
'দৃশ্যম টু'-এর টিজার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা অজয় দেবগন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম টু'-এর টিজার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, '২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।' টিজারে তব্বুর গলায় বলতে শোনা যাচ্ছে, 'যেখানে কোনও প্রমাণ কিংবা সাক্ষী থাকে না, একমাত্র স্বীকারোক্তিই একটা অপরাধের সমাধান করতে পারে।' আর তারপরই অজয় দেবগনকে বলতে শোনা যাচ্ছে, 'আমার নাম বিজয় সালগাওকর। আর এই আমার স্বীকারোক্তি।'
আরও পড়ুন - Salman Khan: সত্যিই কি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন? সত্যিটা জানালেন 'বিগ বস' সঞ্চালক সলমন
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় 'দৃশ্যম'। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার সেই ছবি ছিল আদতে মোহনলাল অভিনীত মালয়লম এক ছবির হিন্দি সংস্করণ। তারই দ্বিতীয় ভাগ 'দৃশ্যম ২'। 'দৃশ্যম ২' ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্তকে। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতেও অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে। 'দৃশ্যম ২' ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খন্না, তব্বু, শ্রিয়া সরন, রজত কপূর ও ইশিতা দত্ত। আজ হায়দরাবাদে এই ছবির শ্যুটিং শেষ হবে। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতেও অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে।
'দৃশ্যম' ছবিটি দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তাই এই ছবির সিক্যুয়েলকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দেন। কমেন্টে তাদের উচ্ছ্বাস চোখে পড়ে। কেউ লিখেছেন, 'অবশেষে ফিরছে।' আবার কেউ লিখেছেন, 'এর দ্বিতীয়ভাগ দেখার অপেক্ষায় রয়েছি।' বেশিরভাগ নেট নাগরিকই হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন। জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই ছবির প্রচার।
অন্যদিকে, অজয় দেবগনকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'থ্যাঙ্ক গড'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। 'থ্যাঙ্ক গড' ছবিতে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)