Ranbir-Alia Baby: রণবীর-আলিয়ার সন্তান হতেই উচ্ছ্বসিত মহেশ ভট্ট কী করলেন?
Ranbir Alia Welcomes Baby Girl: রণবীর - আলিয়ার সন্তান জন্মাতেই কপূর পরিবার ও ভট্ট পরিবারের সদস্যরা আবেগপ্রবণ বার্তা দিচ্ছেন। নাতনি হওয়ার খবরে কী বলছেন মহেশ ভট্ট?
মুম্বই: প্রতীক্ষার অবসান। অবশেষে মা হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁর এবং রণবীর কপূরের (Ranbir Kapoor) সংসারে এসেছে ছোট্ট ফুটফুটে শিশুকন্যা। দুই তারকার সন্তান জন্মের খবরে উচ্ছ্বসিত নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করছেন নেটিজেনরা। বইছে মিমের বন্যা। তবে, শুধু নেটিজেনরাই নন, রণবীর - আলিয়ার সন্তান জন্মের (Ranbir Alia Welcomes Baby Girl) খবরে দারুণ উচ্ছ্বসিত তাঁদের পরিবারের সদস্যরাও। নেট দুনিয়ায় দুই তারকার সদ্যোজাত সন্তানের আগমনের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরাও। কপূর পরিবার ও ভট্ট পরিবারের সদস্যরা আবেগপ্রবণ বার্তা দিচ্ছেন। নাতনি হওয়ার খবরে কী বলছেন মহেশ ভট্ট?
রণবীর কপূর ও আলিয়া ভট্টের সংসারে কন্যা সন্তান এসেছে। মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। জানিয়েছেন রণধীর কপূর। তিনি বলেন, 'আলিয়া ও রণবীর আমাদের অনেক আনন্দ এনে দিয়েছে। ওরা আমাদের সন্তান। আর আমরা ওদের দুজনকেই অত্যন্ত ভালোবাসি। আমি খুব খুশি হয়েছি যে, ওদের কন্য়া সন্তান হয়েছে। রণবীর ও আলিয়া দুজনকেই আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। আমার ভাই ঋষি কপূর স্বর্গ থেকে ওদের আশীর্বাদ করছে। আমরা কপূররা চাই সকলে খুব খুশিতে থাকুক।' এরই সঙ্গে রণধীর কপূর যোগ করেন যে, আজকের এই খুশির দিনে তিনি ভাই ঋষিকে খুব মিস করছেন।
আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি
আলিয়ার সন্তান জন্মের খবর পেতেই কী করলেন মহেশ ভট্ট?
অন্যদিকে, মহেশ ভট্ট এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন। মহেশ বলেন, 'এমন একটা খবরে কীভাবে নিজের আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করব বুঝতে পারছি না। এই তো মনে হচ্ছে যেন গতকাল আলিয়া জন্ম নিল। এই তো সেদিন এতটুকু আলিয়া আমার দুহাতের মধ্যে ছিল। আর এখন ও নিজেই এক কন্যা সন্তানের মা। আজ যখন আমার স্ত্রী সোনি (সোনি রাজদান) উচ্ছ্বসিত হয়ে আমাকে হাসপাতাল থেকে ফোন করে, আর বলে যে, সে জন্ম নিয়েছে। আমি শব্দে প্রকাশ করতে পারব না যে, কী অনুভূতি হচ্ছিল তখন। আবেগের সমুদ্রে ভেসে গিয়েছিলাম আমি।' প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘুরে বেড়াচ্ছে মহেশ ভট্টর একটি পুরনো ভিডিও। যেখানে তিনি ছোট্ট আলিয়ার সঙ্গে খেলছেন।