এক্সপ্লোর
Advertisement
বলিউডে ৫০ বছর বিগ বি-র, ছেলে অভিষেকের শুভেচ্ছাবার্তা
৭৭ বছরের বলিউডের মুকুটহীন সম্রাট ১৯৬৯ সালে সাত হিন্দুস্থানী ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন। সত্তরের দশকে জঞ্জির, দিওয়ার, শোলে-র মত একের পর এক ব্লকবাস্টার ছবি তাঁকে কাল্ট তারকা করে তোলে।
মুম্বই: বলিউডে ৫০ বছর সম্পূর্ণ করলেন অমিতাভ ‘শাহেনশাহ’ বচ্চন। আর ছেলে অভিষেক বচ্চন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানালেন বাবাকে শুভেচ্ছা।
অভিষেক লিখেছেন, শুধু ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা ও অনুরাগী হিসেবেও আমরা তোমার শ্রেষ্ঠত্ব দেখার সুযোগ পেয়ে ধন্য হয়েছি! মুগ্ধ হওয়ার, শিক্ষালাভের আরও বেশি করে, প্রশংসা করার কত কিছু আছে। একাধিক প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীরা বলার সুযোগ পেয়েছেন, আমরা বচ্চনের সময়ে ছিলাম!!! অভিনন্দন পা চলচ্চিত্র জগতে ৫০ বছর কাটানোর জন্য। আমরা এখন আগামী ৫০-এর অপেক্ষায়! তোমাকে ভালবাসি।
সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন সাত হিন্দুস্থানী-র ৫০ বছর, বচ্চনের ৫০ বছর।
দেখুন তাঁর পোস্ট
৭৭ বছরের বলিউডের মুকুটহীন সম্রাট ১৯৬৯ সালে সাত হিন্দুস্থানী ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন। সত্তরের দশকে জঞ্জির, দিওয়ার, শোলে-র মত একের পর এক ব্লকবাস্টার ছবি তাঁকে কাল্ট তারকা করে তোলে। ৫০ বছরের বিস্তৃত কেরিয়ারে এ দেশের নানা ভাষায় ১৯০টির বেশি ছবি করেছেন বিগ বি, কিছুদিন আগে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়া চারটি জাতীয় পুরস্কার আছে তাঁর ঝুলিতে, অগ্নিপথ, ব্ল্যাক, পা ও পিকু ছবির জন্য। ২০১৫-য় ভারত সরকার তাঁকে পদ্ম বিভূষণ সম্মান দিয়েছে।
বাবার হিমালয়প্রতিম সাফল্যের ধারেকাছেও আসতে পারেননি অভিষেক। শেষ মুক্তি পেয়েছে তাঁর ছবি মনমর্জিয়াঁ। এবার তাঁকে দেখা যাবে দি বিগ বুল ছবিতে। এছাড়া অনুরাগ বসুর নাম না হওয়া ছবিতেও তাঁর অভিনয় করার কথা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement