Amitabh Bachchan: অভিষেক-ঐশ্বর্য্যের বিচ্ছেদ কি পাকা? এই প্রথম এবিষয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন
Amitabh Bachchan on Abhishek and Aishwarya: সদ্যই মেয়ে আরাধ্যার জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন ঐশ্বর্য্য। সেখানে ঐশ্বর্য্যের মায়ের সঙ্গে দেখা গিয়েছে আরাধ্যাকে
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তোলপাড় বচ্চন পরিবারের অন্দরের কথা নিয়ে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) নাকি বিচ্ছেদ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা.. তোলপাড়। আর এবার, সেই বিষয় নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কী জানাচ্ছেন বিগ বি?
সোশ্যাল মিডিয়ায় আজ নিজের একটি ব্লগ পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, 'মানুষের জীবন নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন ধারণা রয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু লেখালেখি করা পছন্দ করি না। আমার মনে হয়, কোথাও একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখা উচিত। আমি কিছু ক্ষেত্রে অবশ্যই সেটা মেনে চলি।' অন্যদিকে তাঁর পরিবার নিয়ে বারে বারে বিভিন্ন কথাবার্তা হওয়া নিয়েও মুখ খোলেন অমিতাভ।
অভিনেতার কথায়, 'গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো অসত্য কথা রটিয়ে দেওয়া কোনও সত্যতা যাচাই না করেই। তবে আমি কাউকে দোষ দিই না। তবে কেবল এটুকুই বলতে চাই যে কোনও তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সমস্ত কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।' এই পরিস্থিতিতে অমিতাভ অভিষেক বা ঐশ্বর্য্য কারও কথাই বললেননি। তবুও এই বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সদ্যই মেয়ে আরাধ্যার জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন ঐশ্বর্য্য। সেখানে ঐশ্বর্য্যের মায়ের সঙ্গে দেখা গিয়েছে আরাধ্যাকে। অভিষেকের দেখা মেলেছি ঐশ্বর্য্যের শেয়ার করে নেওয়া কোনও ছবিতেই। মেয়েকে নিয়ে বাবাকে স্মরণ করেছেন ঐশ্বর্য্য। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিও শেয়ার করে নিয়েছেন। গত বছরও এই দিয়ে ঐশ্বর্য্য ও আরাধ্যার সঙ্গে ছিলেন অভিষেক। তবে এই বছর তাঁদের একসঙ্গে দেখা গেল না। এর ফলে, অমিতাভ বচ্চন 'গুজব' বলে আখ্যা দিলেও গুঞ্জন কিন্তু থামছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।