Amitabh on Aishwarya: 'কান'-এ ঐশ্বর্য্য চর্চায় আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ! পুত্রবধূকে নিয়ে কী লিখলেন?
Amitabh Bachchan on Aishwarya Rai Bachchan: পুত্রবধূর লুক যখন চর্চায়, তখন 'এক্স' অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করলেন অমিতাভ বচ্চন। সেখানে কি লিখলেন তিনি?

কলকাতা: শোনা গিয়েছিল, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বিচ্ছেদ খালি সময়ের অপেক্ষা। দীর্ঘদিন থেকেই নাকি আলাদা থাকছিলেন তাঁরা। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছিলেন ঐশ্বর্য্য। আর বাবা মায়ের সঙ্গে থাকছিলেন অভিষেক বচ্চন। তবে 'কান'-এর লাল গালিচায় যেন সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল। সাদা বেনারসি আর সিঁথি ভরা সিঁদুর নিয়ে লাল গালিচায় হাঁটলেন ঐশ্বর্য্য। যেন ফের একবার বুঝিয়ে দিলেন, তাঁর ও অভিষেক বচ্চনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। আর পুত্রবধূর এই রূপ দেখে কী বললেন শ্বশুর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?
'কান'-এর মঞ্চে এবার ডেবিউ করেছেন জাহ্নবী কপূর সহ একাধিক অভিনেতা অভিনেত্রী, তবে প্রত্যেকেই অপেক্ষায় ছিল ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তিনি যেন এলেন, দেখলেন ও জয় করলেন। কান -এর লাল গালিচায় চর্চায় ঐশ্বর্য্য রাইয়ের দুধসাদা বেনারসি ও সিঁথি ভরা সিঁদুর। ঐশ্বর্য্য রাইয়ের লুক চর্চায় থাকার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অবশ্যই তাঁর সিঁথির সিঁদুর অন্যতম কারণ। সদ্য গুঞ্জন উঠেছিল, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে যেতে চলেছে তাঁর। দীর্ঘদিন থেকেই নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য। আর বাবা মায়ের সঙ্গে রয়েছেন অভিষেক। তবে কান-এর মঞ্চে ঐশ্বর্য্যের সিঁথি ভরা সিঁদুর যেন সব কিছুর জবাব। সিঁদুর ভারতীয় নারীর অহংকার। সেই সিঁদুরকেই মাথার মুকুটের মতো পরেছিলেন ঐশ্বর্য্য। তাঁর সাদা বেনারসি সাজের মধ্যে ঝলমল করছিল তাঁর সিঁথির সিঁদুর। আর সেটাই যেন যাবতীয় গুঞ্জনকে ধুলিসাৎ করে দিচ্ছিল। ঐশ্বর্য্য যেন এভাবেই বার্তা দিলেন, তাঁর ও অভিষেকের দাম্পত্য একেবারে সঠিক জায়গাতেই রয়েছে।
পুত্রবধূর লুক যখন চর্চায়, তখন 'এক্স' অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করলেন অমিতাভ বচ্চন। সেখানে কি লিখলেন তিনি? পুত্রবধূ ঐশ্বর্য্যের প্রশংসা? নাহ.. সেই ট্যুইটে রইল না কিছুই। এক্কেবারে খালি। তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার খালি ট্যুইট করেছেন অমিতাভ। কাশ্মীরের পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যার ঘটনা এখনও ভুলতে পারেননি সাধারণ ভারতীয়রা। আর সেই ঘটনার পর থেকেই একের পর এক ফাঁকা ট্যুইট করে যাচ্ছেন অমিতাভ। এই ট্যুইটের কোনও অর্থ নেই, এতে কোনও লেখাও নেই। কেন অমিতাভ এই ধরণের ট্যুইট করছেন তার কারণ সবারই অজানা। ঐশ্বর্য্য কানের লাল গালিচায় চর্চায় আসার পরেও এমনই অর্থহীন ফাঁকা ট্যুইট করলেন অমিতাভ।






















