দুই কন্যার প্রতি আবেগঘন বার্তা অনিল কপূরের
সম্প্রতি অনিল কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। বিয়ে হয়ে যাওয়ার পর দুই মেয়েই তাঁর থেকে দূরে থাকেন। আর তাই মেয়েদের খুবই মিস করছেন
![দুই কন্যার প্রতি আবেগঘন বার্তা অনিল কপূরের Anil Kapoor's Heart Warming Post For Daughters Sonam And Rhea Is All Things Love দুই কন্যার প্রতি আবেগঘন বার্তা অনিল কপূরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/08/798ee2ae10f032e3fc5c215d6376482a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কপূর (Anil Kapoor)। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন। একজন বিশিষ্ট অভিনেতা ছাড়াও অনিল কপূরের আরও একটা পরিচয়, তিনি দুই কন্যা সন্তানের পিতাও। অনিল কপূরের বড় মেয়ে সোনম কপূর (Sonam Kapoor) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আর ছোট মেয়ে রিয়া কপূর (Rhea Kapoor) বাবা এবং দিদির মতো ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পিছনেই থাকতে বেশি পছন্দ করেছেন। বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন রিয়া কপূর। ফলে দুই বোনই নিজের নিজের মতো করে বলিউডে প্রতিষ্ঠিত।
সম্প্রতি অনিল কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। বিয়ে হয়ে যাওয়ার পর দুই মেয়েই তাঁর থেকে দূরে থাকেন। আর তাই মেয়েদের খুবই মিস করছেন অনিল কপূর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে অনিল কপূর লিখেছেন, 'আমি তোমাদের দুজনকেই রোজ মিস করি। কিন্তু আজ যেন একটু বেশিই মিস করছি।'
আরও পড়ুন - Shilpa Shetty Update: দীপাবলির মিটতেই কোথায় বেড়াতে গেলেন শিল্পা শেট্টি?
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন 'মিস্টার ইন্ডিয়া' অভিনেতা। তার মধ্যে দুই মেয়ের ছোটবেলার ছবি পোস্ট করেছেন 'নায়ক' অভিনেতা অনিল কপূর। আবার একটি ছবিতে দুই মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে একেবারে সাবেকি পোশাকে মেয়েদের সঙ্গে দেখা যাচ্ছে অনিল কপূরকে। 'লমহে' অভিনেতা অনিল কপূরের এমন হৃদয় বিদারক পোস্ট দেখে কমেন্ট না করে থাকতে পারেননি কেউ। সাধারণ অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা এদিন তাঁর পোস্টে কমেন্টে ভালোবাসা জানিয়েছেন।
প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কপূরের স্ত্রী এবং বলিউড অভিনেত্রী নীতু কপূর এদিন অনিল কপূরের পোস্টে কমেন্টে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও ছবি নির্মাতা জোয়া আখতার থেকে অন্যান্য বলি তারকারা ভালোবাসা জানিয়েছেন।
প্রসঙ্গত, 'দিন ধড়কনে দো' অভিনেতা অনিল কপূরকে শেষবার বিক্রমাদিত্য মোতওয়ানের 'একে ভার্সেস একে'-তে দেখা গিয়েছিল। যা সম্প্রচারিত হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। খুব শীঘ্রই তাঁকে আগামী ছবি 'যুগ যুগ জিও'-তে দেখা যেতে চলেছে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হওয়া এই ছবি পরিচালনা করেছেন রাজ মেহতা। অনিল কপূরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, মনীষ পল এবং প্রযক্তা কোহলিকে।ো
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)