Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?
Ankita-Vicky Relationship: বিগ বসের এই সিজনে অংশ নিয়েছেন অঙ্কিতা ও ভিকি। কিন্তু খেলা শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বারে বারে প্রকাশ্যে এসে পড়ছে তাঁদের দাম্পত্যের সমস্যাগুলি
![Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে? Ankita-Vicky: From feeling lonely to addressing their rough patch Ankita Lokhande and Vicky Jains major fights reveal their personal issues know in details Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/23dbfb773cd36767fb2732a062d96ea0169859937532149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শুরু থেকেই নজর কাড়ে তাঁদের সম্পর্ক। বিয়ে থেকে শুরু করে তার পরবর্তী জীবন.. অনুরাগীদের চোখে সবটাই 'পিকচার পারফেক্ট'। একাধিকবার নিজের স্বামীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই নায়িকা। তবে 'বিগ বস' (Big Boss)-এর ঘরে আসতেই কি সত্যিটা চলে এল সবার সামনে? এই সিজনই কি ভেঙে যাবে অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈনের (Vicky Jain) বৈবাহিক সম্পর্ক?
বিগ বসের এই সিজনে অংশ নিয়েছেন অঙ্কিতা ও ভিকি। কিন্তু খেলা শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বারে বারে প্রকাশ্যে এসে পড়ছে তাঁদের দাম্পত্যের সমস্যাগুলি। অঙ্কিতার দাবি, তিনি সমস্যাগুলিকে ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। কিন্তু ভিকির ব্যবহারে তা প্রকাশ্যে আনতে বাধ্য হচ্ছেন। ভিকি নাকি অঙ্কিতার দিকে যথেষ্ট নজর দিচ্ছেন না। শুধু তাই নয়, অঙ্কিতার সঙ্গে ভিকির রূঢ় ব্যবহারও বারে বারে সামনে এসে পড়ছে।
প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর অকাল মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। পরবর্তীতে অঙ্কিতা বারে বারেই বলেছেন, সেই সময় তাঁকে সামলেছেন ভিকি। বিভিন্ন কঠিন সময়ে ভিকি অঙ্কিতাকে আগলে রেখেছেন এই কথা বারে বারেই বলেছেন অঙ্কিতা। তবে বিগ বসের ঘরে এসে যেন বদলে গিয়েছে সবটাই। ভিকির ব্যবহার এতটাই চোখে লেগেছে সবার যে একটি এপিসোডে অঙ্কিতার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ভিকিকে ভৎসনা করেছিলেন খোদ সলমন খানই (Salman Khan)! এই ভৎসনায় ভিকি কিছুটা নড়েচড়ে বসলেও সমস্যা সমাধান হয়নি।
বিগ বসের ঘর অর্থাৎ ২৪ ঘণ্টাই থাকতে হবে ক্যামেরার সামনে। সেই ক্যামেরাতে বারে বারে ধরা পড়ছে ভিকি আর অঙ্কিতার মনোমালিন্যের ছবি। অঙ্কিতা ভিকির কাছে কোনও কথা বলতে এলে বা কোনও প্রতিযোগীকে নিয়ে অভিযোগ জানাতে এলে শুনছেন না ভিকি। কেঁদে ফেললে অঙ্কিতাকে সান্তনা না দিয়ে রীতিমতো ধমক দিচ্ছেন। আক্রমণ করছেন ব্যক্তিগত জীবন নিয়েও। বারে বারে এই ব্যবহারে ভেঙে পড়ছেন অঙ্কিতা। অন্যদিকে নেটদুনিয়ায় ভিকিকে তুলোধোনা করা হচ্ছে 'টক্সিক' বলে।
এই শো-তে এসে, সম্পর্ক নিয়ে এতটাই হতাশ অঙ্কিতা যে বিগ বসের ঘর ছেড়ে চলে যেতে চান তিনি। একটি এপিসোডে অঙ্কিতাকে বলতে শোনা যায়, 'আমি খুশি থাকতে পারছি না। মনে হচ্ছে, বিগ বসের বাড়ি ছেড়ে চলে যাই। এই শো-টা আমায় দেখিয়ে দিল আমাদের জীবনটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে।'
আরও পড়ুন: Kanchan Mallick: কাঞ্চনের ছবি দেখতে, সপ্তাহান্তে বিধায়কের সঙ্গেই প্রেক্ষাগৃহে হাজির শ্রীময়ী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)