Ankush Oindrila: কবে বিয়ে? অঙ্কুশকে প্রশ্ন আবিরের, ঐন্দ্রিলা জানালেন, 'ব্রেক আপ হয়ে গিয়েছে'
Ankush Oindrila Marriage: আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। কিন্তু এর শিকড় গতকালের একটি পোস্ট। গতকাল সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট বেশ চমকেই দিয়েছিল সবাইকে

কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র পরে এবার আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)-এর সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন গোটা টলিউড! ভিডিও বার্তা পাঠিয়ে আবিরের প্রশ্ন, কবে বিয়ে করছেন তাঁরা?
আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। কিন্তু এর শিকড় গতকালের একটি পোস্ট। গতকাল সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট বেশ চমকেই দিয়েছিল সবাইকে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' প্রসঙ্গত, অঙ্কুশের জন্মদিন আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। ফলে কার্যত জোড়া উদযাপনে মাতেন অভিনেতা। আর সবসময়েই তাঁর সঙ্গী হন ঐন্দ্রিলা। কিন্তু এই বছর কী সব ওলটপালট?
আরও পড়ুন: Rakhi Sawant: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, রাখীর স্বামী আদিলের নামে এফআইআর করলেন তরুণী
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পাঠিয়ে আবির জানতে চেয়েছেন, ১৩ বছর প্রেম করার পরে সত্যিই বিয়ে করছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? আর করলে তা কবে? এই প্রশ্ন শুনে কার্যত আঁতকে ওঠে অঙ্কুশ ঐন্দ্রিলা। শেষে নায়িকার উক্তি, 'আসল কারণটা তো বলা যাবে না। বলে দাও ব্রেক আপ হয়ে গিয়েছে আমাদের। আমি সহ্য করতে পারছি না তোমায়।'
তবে আজকের ভিডিও থেকে আঁচ করা যায়, এর সঙ্গে যোগ রয়েছে পর্দার। অনুরাগীরা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন, নতুন কোনও ছবি আসতে চলেছে। হয়তো সেটারই প্রচারের অভিনয় কায়দা এটি। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ অভিনেতা অভিনেত্রীরও। সবাইরে উদ্বেগে রেখেই অঙ্কুশ ঐন্দ্রিলার থেকে বার্তা, সত্যিটা জানা যাবে ১৪ তারিখ।
View this post on Instagram






















