Antim Release Date: ২৬ নভেম্বর মুক্তি ভাইজানের নতুন ছবি 'অন্তিম'-এর, ট্যুইটে ঘোষণা
নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি মোশন পোস্টার শেয়ার করেন অভিনেতা। ঘোষণা করেন ছবি মুক্তির তারিখও। অভিনেতা ট্যুইট করে লেখেন, 'অন্তিম গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬.১১.২০২১।'
![Antim Release Date: ২৬ নভেম্বর মুক্তি ভাইজানের নতুন ছবি 'অন্তিম'-এর, ট্যুইটে ঘোষণা Antim to get released in theatre worldwide on 26 November: Salman khan on Twitter Antim Release Date: ২৬ নভেম্বর মুক্তি ভাইজানের নতুন ছবি 'অন্তিম'-এর, ট্যুইটে ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/850f24290fbe3c366e61d91db965f6bc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সলমান খানের অনুরাগীদের জন্য সুখবর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি। নবরাত্রির শুভ সময়ে সলমান খান ঘোষণা করলেন তাঁর আগামী ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এর মুক্তির তারিখ।
নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি মোশন পোস্টার শেয়ার করেন অভিনেতা। ঘোষণা করেন ছবি মুক্তির তারিখও। অভিনেতা ট্যুইট করে লেখেন, 'অন্তিম গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬.১১.২০২১।' প্রযোজনা সংস্থা জ়ি এবং পুণিত গোয়েঙ্কার সঙ্গে ফের কাজ করতে পেরেও তিনি খুশি। এর আগে তাঁরা একসঙ্গে তৈরি করেন, 'রেস ৩', 'লভইয়াত্রি', 'ভরত', 'ডি৩', 'রাধে' এবং এবার 'অন্তিম'। তিনি বলেন যে, 'আমি নিশ্চিত, তিনি জ়ি-কে অনেক উচ্চতায় নিয়ে যাবেন আগামী সময়ে।'
#Antim releases in theatres worldwide on 26.11.2021
— Salman Khan (@BeingSalmanKhan) October 12, 2021
It has been a gr8 & cherished association with ZEE and @punitgoenka over the years having done many films Race3,Loveyatri, Bharat, D3,Radhe & now Antim
I am confident he will take Zee to much greater heights in the coming years pic.twitter.com/TwzlvA0anR
'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' মুক্তি পাচ্ছে ২০২১ সালের ২৬ নভেম্বর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমান খান, আয়ুষ শর্মা ও প্রজ্ঞা জয়সওয়াল। মারাঠি ছবি 'মুলশি প্যাটার্ন'-এর ওপর ভিত্তি করে মহেশ মঞ্জরেকর পরিচালনায় ও সলমান খান ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
আরও পড়ুন: 'আপনাদের ঋণ শোধ করতে পারব না', নেটিজেনদের উদ্দেশে পোস্ট আপ্লুত বিগ বি-র
এই প্রথম একই ছবিতে অভিনয় করতে চলেছেন সলমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মা। এই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত, নিকিতিন ধীর, সায়াজি শিন্ডে এবং শরদ পোঙ্কশে। 'বিঘ্নহরতা' গানে বিশেষ উপস্থিতি থাকবে অভিনেতা বরুণ ধবনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)