Kirron Kher Cancer Diagnosis: এখন কেমন আছেন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী কিরণ খের? ছবি দেখলে চিনতে পারবেন তো?
অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অনুরাদের জানানোর জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতেন অনুপম খের এবং কিরণ খেরের সন্তান সিকন্দর।
মুম্বই: চলতি বছরের শুরু দিকেই বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam Kher) খারাপ খবরটা দিয়েছিলেন। জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রী এবং বলিউডের অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী কিরণ খের (Kirron Kher) ক্য়ানসারে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন যে, সাংসদ অভিনেত্রী কিরণ খের চিকিৎসার মধ্যে রয়েছেন। অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অনুরাদের জানানোর জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতেন অনুপম খের এবং কিরণ খেরের সন্তান সিকন্দর। এবার নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে কিরণ খের জানালেন যে, তিনি এখন কেমন আছেন।
আরও পড়ুন - তাঁর সঙ্গে উঠেছে সম্পর্কের গুঞ্জন, সামান্থার সঙ্গে 'পরকীয়া' সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্টাইলিস্ট
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিরণ খের জানিয়েছিলেন যে, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি। তবে, অসুস্থতা যে তাঁর কাজের পথের বাধা হয়ে দাঁড়াতে পারেনি, তাও জানিয়েছিলেন। বলেন, 'যখন হাসপাতালে ছিলাম, তখন সেখান থেকেও চিকিৎসার মাঝে কাজ চালিয়ে গিয়েছি। ফোন মারফৎ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। সদ্যই চণ্ডীগড়ে একটি অক্সিজেন প্ল্যান্ট ভার্চুয়ালি উদ্বোধন করলাম। কারণ, আমার চিকিৎসক আমাদের একেবারেই কোথাও যেতে মানা করেছেন। ক্যানসারের চিকিৎসা চলার কারণে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। তাই এখন আমার বাইরে বেরনো বারণ।'
আরও পড়ুন - Mumbai Drug Case: বারবার ছেলের জামিনের আবেদন খারিজ, কীভাবে দিন কাটছে শাহরুখ-গৌরীর?
যখন প্রথম জানতে পারলেন যে তাঁর শরীরে ক্যানসারের মতো মারণ রোগ বাসা বেঁধেছে, তখন মনের অবস্থা কেমন ছিল? প্রসঙ্গে কিরণ খের বলেন, 'জীবনে যা কিছু আসবে, সমস্তটাকেই মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। চিকিৎসা ছাড়া সেই মুহূর্তে আর তো কোনও উপায় ছিল না। চিকিৎসার মধ্যে থাকা এবং নানারকম পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে লড়াই করতে কেউই চায় না। ডাক্তারের কাছেই উত্তর নেই যে কীভাবে আর কেন এই রোগ আমার শরীরে বাসা বাঁধল। মেডিকেল সায়েন্সের কাছেও এর কোনও সঠিক উত্তর নেই। তাই আমারও মেনে নেওয়া ছাড়া উপায় নেই।' সম্প্রতি ওয়ার্ক ফ্রম হোম শুরু করেছেন কিরণ খের। বাড়ি থেকেই তাঁর সমস্ত কাজ সামলাচ্ছেন। পাশাপাশি মাসে তাঁকে একবার করে হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।