Anushka Sharma: ভামিকার ছবি প্রকাশ না করায় খুশি অনুষ্কা, পাপারাজ্জিদের উদ্দেশে বিশেষ দিলেন বার্তা
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা (South Africa) যাওয়ার পথে সন্তানের সঙ্গে ক্যামেরাবন্দি হন বিরুষ্কা। সেই সময় বিরাট কোহলিকে বারবার ছোট্ট ভামিকার ছবি তুলতে নিষেধ করতে দেখা যায়।
মুম্বই: চলতি বছরই প্রথম সন্তান এসেছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) জীবনে। গত ১১ জানুয়ারি বলিউড অভিনেত্রী অনুষ্কা জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তানের। দুজনের নাম মিলিয়ে নাম রাখেন ভামিকা। দুই তারকা এবং তাঁদের সন্তানকে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। নেট দুনিয়ায় বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকাকে এক ঝলক দেখার জন্য ইচ্ছে প্রকাশ করেন অনুরাগীরা। তাই তাঁদের দিকে পাপারাজ্জিদের ক্যামেরাও তাক করা থাকে। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে তার ছবি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ছবি শিকারীরা। কিন্তু এখনই ছোট্ট ভামিকার ছবি সামনে আনতে রাজি নন তাঁরা। বহুবারই বিরুষ্কা তাঁদের সন্তানের ছবি সামনে এনেছেন। কিন্তু প্রতিবারই তার মুখ হয় ইমোজি দিয়ে ঢাকা থাকে। আর নাহলে পিছন দিক থেকে দেখা যায় তাকে।
আরও পড়ুন - Yuvaan: কার প্রেমে পড়ল ছোট্ট ইউভান? ভিডিও শেয়ার শুভশ্রীর
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা (South Africa) যাওয়ার পথে সন্তানের সঙ্গে ক্যামেরাবন্দি হন বিরুষ্কা। সেই সময় বিরাট কোহলিকে বারবার ছোট্ট ভামিকার ছবি তুলতে নিষেধ করতে দেখা যায়। সম্প্রতি পাপারাজ্জিদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন অনুষ্কা শর্মা। কারণ, তাঁরা বিরুষ্কার কন্যার ছবি কোথাও প্রকাশিত করেননি। তাই খুশি মা অনুষ্কা পাপারাজ্জিদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন।
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুষ্কা শর্মা লেখেন, 'আমি সমস্ত ভারতীয় পাপারাজ্জিদের উদ্দেশে ধন্যবাদ জানাতে চাই যাঁরা ভামিকার ছবি কিংবা ভিডিও প্রকাশিত করেননি। আমরা আমাদের সন্তানের জন্য কিছুটা নিরাপত্তা চাইছি। যাতে ওরা সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমের থেকে দূরে থেকে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পারে। ও যখন বড় হয়ে যাবে, তখন এককিছু নিষেধাজ্ঞা হয়তো থাকবে না। সমস্ত ফ্যান ক্লাবকেও ধন্যবাদ জানাবো যাঁরা আমাদের সন্তানের ছবি কিংবা ভিডিও প্রকাশিত করেননি।' প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এবছর তাঁদের জীবনে আরও বেশি স্পেশাল। কারণ এই বছরই তাঁদের জীবনে সন্তান এসেছে।