Aparajita Adhya: 'সত্যি বলতে ভয় পাই না, এটাই বন্ধুত্বের কারণ', প্রিয় বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে বললেন অপরাজিতা
Aparajita Adhya on Manashi Sinha: সদ্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সঙ্গে একটি পোস্ট করেছেন অপরাজিতা। সেটাও ছবির সেট থেকে। অপরাজিতা রয়েছেন ছবির মেকআপে
কলকাতা: সৌজন্যে নতুন ছবি, নতুন কাজ। ফের একসঙ্গে দুই দীর্ঘদিনের বন্ধু। তবে এবার অন্য ভূমিকায়। একজন পরিচালক, অন্যজন অভিনেত্রী। পরিচালনায় পা রেখেছেন মানসী সিংহ (Manashi Sinha) আর সেই ছবিতেই অভিনয় করছেন অপরাজিতা আঢ্য (Aparajita Addhya)।
সদ্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সঙ্গে একটি পোস্ট করেছেন অপরাজিতা। সেটাও ছবির সেট থেকে। অপরাজিতা রয়েছেন ছবির মেকআপে। অপরাজিতা লিখছেন, 'এটা আমাদের গল্প। পরিচালনায় আমার এই বান্ধবী আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী মানসী সিংহ। ও অসাধারন অভিনেত্রী। যদিও এটা ওর প্রথম ছবি। পরিচালক হিসেবেও খুব ভাল। কিন্তু সবচেয়ে বড় হল, ওর মনুষ্যত্ব। ওর মানসিকতা। ওর জ্ঞান, আর ওর শিক্ষা। ওর সঙ্গে আমার বন্ধুত্বের বড় কারণ হল, আমরা দুজনেই সত্যি বলতে ভয় পাই না বরং ভালবাসি। সে কারও পছন্দ হোক বা না হোক। তবে হ্যাঁ, ও সত্যি টা খুব মিষ্টি করে বলতে পারে আর আমি নিম পাতা মাখিয়ে।'
অপরাজিতার পোস্টে, দুই অভিনেত্রীই ধরা দিয়েছেন হাসিমুখে। অভিনেতা কোয়েল মল্লিক ছবির কমেন্টবক্সে মন্তব্য করেছেন, 'তোমরা দুজনেই আমার ভীষণ প্রিয়।'
আরও পড়ুন: Priyanka Chopra: এক ফ্রেমে তিন প্রজন্ম, মায়ের জন্মদিনে আদুরে ছবি শেয়ার করলেন প্রিয়ঙ্কা
অভিনয় জীবন থেকে পরিচালনার দুনিয়ায় এই প্রথম আসছেন মানসী সিংহ। বেশ কিছু নামী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাঁর প্রথম ছবির শ্যুটিং। কাদের কাদের দেখা যাবে। 'এটা আমাদের গল্প' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহাগ সেন (Sohag Sen), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অমিতকান্তি ঘোষকে (Amitkanti Ghosh)। তবে এই ছবিতে কেবল পরিচালকের ভূমিকাতেই থাকছেন মানসী সিংহ। অভিনয়ে দেখা যাবে না তাঁকে।
ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে কলকাতা শহরের একাধিক এলাকায়। হিন্দি ছবি 'গিরগিটি'-এর পর 'ধাগা প্রোডাকশন'-এর এটি পরবর্তী কাজ। এই ছবির চরিত্রদের লুকও এসেছে প্রকাশ্যে।