Laxmi Puja 2025: অতি বৃষ্টিতে নষ্ট মা লক্ষ্মীর পোশাক, নিজেই নিজের সাজ বেছে নিলেন দেবী! গল্প শোনালেন অপরাজিতা
Aparajita Adhya: তাঁর বাড়ির লক্ষ্মীপুজো বরাবরই বেশ নাম করা। এই বাড়িতে লক্ষ্মীপ্রতিমার গায়ের রঙ গোলাপি

কলকাতা: টলিপাড়ায় লক্ষ্মীমন্ত মেয়ের অভাব নেই। লক্ষ্মীপুজোর দিনটা, বাড়িতেই লক্ষ্মীপুজোর আয়োজন করেন অনেক নায়িকারই। বিবাহিত হোক বা অবিবাহিত, নায়িকারা বাড়িতে প্রতিমা এনে, উপাচার সাজিয়ে পুজো করে প্রত্যেক কোজাগরী লক্ষ্মীপুজোতেই। তবে সব নায়িকাদের থেকে অনেকটাই আলাদা অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)-র বাড়ির লক্ষ্মীপুজো। এখানে লক্ষ্মী প্রতিমার রূপ আলাদা। গোলাপি রঙের এই প্রতিমাকে, প্রত্যেক বছর নতুন রূপে সাজান অপরাজিতা।
তাঁর বাড়ির লক্ষ্মীপুজো বরাবরই বেশ নাম করা। এই বাড়িতে লক্ষ্মীপ্রতিমার গায়ের রঙ গোলাপি। আর এবার অপরাজিতা প্রতিমাকে সাজিয়েছেন গোলাপি ঘাগরায়। পুজোর দিনে কাজের ব্যস্ততা থাকে বলে, অপরাজিতা লক্ষ্মীপুজোর আগের দিন রাতেই প্রতিমাকে সাজিয়ে তৈরি করে রাখেন। প্রত্যেকবারই তিনি দেবীর পোশাক আশাক গড়িয়াহাট থেকে কিনে আনেন। কিন্তু এবার কিনতে গিয়েই দেখেন বিপত্তি। দোকানদার জানান, অতি বৃষ্টির কারণে তাঁর দোকানের প্রায় সমস্ত মালপত্রই নষ্ট হয়ে গিয়েছে। দেওয়া মতো কিছুই নেই। অনেকটা রাত হয়ে গিয়েছে তখন, অন্য দোকানে যাওয়ারও আর সময় নেই অপরাজিতার।
শেষে দোকানে যা কিছু অবশিষ্ট ছিল, তাই তিনি দেখাতে বলেন দোকানদারকে। সেখান থেকেই তিনি বেছে নেন এই গোলাপি ঘাগরা। শেষে তিনি মনে করেন, মা লক্ষ্মীর ইচ্ছে এবার তিনি গোলাপি ঘাগরাতেই সাজবেন। সেই কারণে তিনি নিজেই বেছে দিয়েছেন এই ঘাগরা। আরও একটি অভিজ্ঞতার কথা বলেন অপরাজিতা। তিনি বলেন, মা লক্ষ্মীর যে গয়না পছন্দ হয়, সেই গয়না নাকি তাঁকে পরাতে কোনও সমস্যাই হয় না। অনায়াসে সুন্দরভাবে হয়ে যায়। তবে যদি কোনও গয়না পছন্দ না হয়, তাহলে সেই গয়না মা লক্ষ্মী নাকি পরেন না। খুলে ফেলে দেন।
লক্ষ্মীপুজোর দিন অপরাজিতার বাড়িতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। এলোঝেলো থেকে নারকেল রাড়ু, সমস্ত বানানো হয়েছে বাড়িতেই। আমন্ত্রিতদের খাওয়ানো হবে খিচুড়ি ভোগ, ফ্রায়েড রাইস, পোলাও, ভাজা, রকমারি তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস। সব মিলিয়ে জমজমাট আয়োজন। অপরাজিতা নিজেও এদিন একেবারে লক্ষ্মীমন্ত হয়েই সাজেন। লাল পাড় সাদা শাড়ি, গা ভর্তি গয়না.. এদিন ও তাঁকে দেখা গেল সেই চেনা বেশেই।
View this post on Instagram























