(Source: ECI/ABP News/ABP Majha)
Aparna Sen: 'ভারতীয় চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন'-এ সেরা পরিচালকের তকমা পেলেন অপর্ণা সেন
Aparna Sen wins Best Director: ইতিমধ্যেই 'দ্য রেপিস্ট' বুসানে কিম জিসেওক পুরস্কার পেয়েছেন। গত বছর ৬-১৫ অক্টোবর ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হয় এটি।
নয়াদিল্লি: সেরা পরিচালকের (Best Director) শিরোপা পেলেন অপর্ণা সেন (Aparna Sen)। 'মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০২২'-এ (Indian Film Festival of Melbourne 2022) 'দ্য রেপিস্ট' ('The Rapist’) ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন অপর্ণা সেন।
সেরা পরিচালক অপর্ণা সেন
ফের সম্মানিত 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট'-এর 'দ্য রেপিস্ট'। কথায় বলে যদি কোনও 'সাধুবাদ' না মেলে তাহলে তা বিনোদন নয়। 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট'-এর প্রথম ফিচার ফিল্ম 'দ্য রেপিস্ট' এবার এমন এক সম্মান পেয়েছে যা সহস্র করধ্বনির সমান। ছবিটি এই মাসের ২০ অগাস্ট মেলবোর্নের মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
এই ছবির জন্য দুর্দান্ত সূচনা। 'দ্য রেপিস্ট' এই মর্যাদাপূর্ণ উৎসবে পেল বিশেষ সম্মান। অপর্ণা সেন এই ছবির জন্য 'সেরা পরিচালক'-এর পুরস্কার জিতেছেন। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনে পরিচালকের মুকুটে উঠল নয়া পালক। বুসান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় উদযাপিত হওয়ার পর, 'দ্য রেপিস্ট' এবার অগাস্ট মাসে প্রদর্শিত হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে। 'দ্য রেপিস্ট' হল ধর্ষণের শারীরস্থান, অপরাধীদের মানসিকতা এবং ঘটনার পরে ধর্ষিতারা যে ট্রমা অনুভব করে তার একটি চিন্তা-উদ্দীপক পরীক্ষা। একাধিক দুর্দান্ত ছবির পর এই ছবিতে ফের একসঙ্গে দেখা যায় মা-মেয়ে জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মাকে, একসঙ্গে।
ইতিমধ্যেই 'দ্য রেপিস্ট' বুসানে কিম জিসেওক পুরস্কার পেয়েছেন। গত বছর ৬-১৫ অক্টোবর ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হয় এই ছবি। ছবির নাম 'দ্য রেপিস্ট' হলেও এই ছবির গল্প শুধুমাত্র একটি অপরাধী বা ধর্ষিতাকে নিয়ে নয়। ধর্ষণের পরে কীভাবে আক্রান্তের জীবন বদলে যায়, কেন সমাজে বাড়ছে ধর্ষকের সংখ্যা সেই নিয়েই গল্প।
আরও পড়ুন: Ranveer Singh: '৮৩' ছবির জন্য বছরের সেরা অভিনেতার শিরোপা পেলেন রণবীর সিংহ
ছবিতে অপর্ণা, কঙ্কনা ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া, অনিন্দিতা বসু প্রমুখ জনপ্রিয় অভিনেতা। ইনস্টাগ্রামে ছবির শ্যুটিংয়ের কিছু ছবি পোস্ট করে পুরো টিমকে শুভেচ্ছা জানান অর্জুন রামপাল। অপর্ণা সেনের সঙ্গে কাজ করে অর্জুন রামপাল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'অপর্ণা সেনের মতো পরিচালকের সঙ্গে কাজ করে একটা তৃপ্তি পেয়েছি। সিনেমার প্রতি ওঁর প্যাশন, দৃষ্টিভঙ্গি আমাকে ঋদ্ধ করেছে।'