A R Rahman: 'আমার সময় নেই..' এ আর রহমানকে জড়িয়ে গুঞ্জন, কড়া জবাব এল মোহিনীর তরফে
Mohini on AR Rahman: বাবার বিচ্ছেদ ঘোষণার করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে নিয়েছেন এ আর রহমানের কন্যা রহিমা
কলকাতা: তাঁর জন্যই নাকি সম্পর্ক ভেঙেছে এ আর রহমান (A.R Rahman) ও সায়রা বানুর (Saira Banu)? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন এই জুটি মানুষের সঙ্গে যাঁর নাম জড়িয়ে গিয়েছে, তিনি বঙ্গকন্যা বছর ঊনত্রিশের মোহিনী দে (Mohini Dey)। কেন? কারণ এ আর রহমানের ট্রুপের অংশ তিনি। আর এ আর রহমান বিবাহ বিচ্ছেদ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তিনিও। আর এই ঘটনাতেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন অনেক নেটিজেনরা। অনেকেই মনে করছেন এ আর রহমানের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায় রয়েছে এই মোহিনীর। মোহিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েই সায়রা বানুর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন এ আর রহমান। হঠাৎ যেন সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন এই বঙ্গকন্যা। অবেশেষে যাবতীয় জল্পনা, গুঞ্জন নিয়ে মুখ খুললেন মোহিনী। কী জানালেন তিনি?
আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোহিনী লিখেছেন, 'গত কয়েক ঘণ্টা ধরে আমি প্রচুর ফোন পাচ্ছি। প্রত্যেকেই আমার কাছে সাক্ষাৎকারের জন্য অনুরোধ জানাচ্ছেন। আমি ভালভাবেই জানি জানি তাঁরা কী জানতে চান। অত্যন্ত সম্মানের সঙ্গে সকলকে মানা করে চলেছি আমি। কারণ গুজবে কান দেওয়ার মতো সময় আমার নেই। এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না আর। আশা করব, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবেন সবাই।'
অন্যদিকে, বাবার বিচ্ছেদ ঘোষণার করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে নিয়েছেন এ আর রহমানের কন্যা রহিমা। এ আর রহমান ও সায়রা বানুর তিন সন্তান। দুই মেয়ে খাতিজ়া, রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজ়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিন অবশ্য সর্ব ক্ষণ বাবার পাশে পাশে। মেয়ে রহিমা ইনস্টাগ্রামে সদ্য পোস্ট করেছেন, 'সবসময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’ সম্ভবত নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।
আরও পড়ুন: Kinjal Nanda: বিজ্ঞাপনের মুখ কেন? আরজি কর প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত হেনস্থা কিঞ্জলকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।