Khatija Rahman Marriage: বিয়ে সারলেন রহমান-কন্যা খাতিজা, শুভেচ্ছাবার্তা অনুরাগীদের
A.R Rahman's Daughter Marriage: আইভরি সাদা রঙের বিয়ের পোশাকে সজ্জিত বর-কনের সঙ্গে গোটা পরিবার ছবি তুলে পোস্ট করে। নব বিবাহিতের মাথায় আশীর্বাদের হাত স্বরূপ রহমানের মায়ের ছবিও দেখা গেল তাঁদের পাশে।
নয়াদিল্লি: বাগদান সেরেছিলেন জানুয়ারির শুরুতেই। এবার বিয়ে সারলেন সঙ্গীতশিল্পী এ.আর. রহমান (Music maestro A.R. Rahman)-এর বড় কন্যা খাতিজা রহমান (Khatija Rahman)। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হল অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর জানালেন রহমান।
বিয়ে সারলেন খাতিজা
রিয়াসদিন শেখ মহম্মদ (Riyasdeen Shaik Mohamed)-কে বিয়ে করলেন খাতিজা। রিয়াসদিন শেখ মহম্মদ একজন উদ্যোক্তা এবং পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। অন্যদিকে খাতিজা একজন গায়িকা যিনি 'ফ্যারিস্তোঁ' বা 'পুধিয়া মানিধা' গানে গলা দিয়েছেন। এছাড়া একাধিক তামিল গানও গেয়েছেন খাতিজা।
আইভরি সাদা রঙের বিয়ের পোশাকে সুসজ্জিত বর-কনের সঙ্গে গোটা পরিবার ছবি তুলে পোস্ট করে। নব বিবাহিত দম্পতির মাথায় আশীর্বাদের হাত স্বরূপ রহমানের মায়ের ছবিও দেখা গেল তাঁদের পাশে। ফ্যামিলি ফটোতে নবদম্পতির সঙ্গে এ আর রহমান, তাঁর স্ত্রী সায়রা বানু ও আমিন ও রহিমাকে দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'সর্বশক্তিমান দম্পতিকে আশীর্বাদ করুন... সকলের শুভেচ্ছার জন্য আগাম ধন্যবাদ'।
View this post on Instagram
ছবি শেয়ার করার সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। যদিও রহমান তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন, তবে মেয়ের বিয়ের আপডেট শেয়ার করেছেন।
আরও পড়ুন: Koffee with Karan: 'কফি উইথ করণ' সিজন ৭-এর প্রথম পর্বে আলিয়া-রণবীর, শ্যুটিং শুরুর অপেক্ষা