Archana Puran Singh: হেসে কত টাকা রোজগার করছেন অর্চনা পূরণ সিংহ?
The Kapil Sharma Show: জানেন কি হেসে কত টাকা রোজগার করেন তিনি? আরও ভালো করে বললে 'দ্য কপিল শর্মা শো'-এর ৮০টি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অর্চনা?
মুম্বই: একাধিক বলিউড ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অর্চনা পূরণ সিংহকে (Archana Puran Singh)। তা 'কুছ কুছ হোতা হ্যায়', 'মহব্বতে', 'দে দনা দন' এবং আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন। এ তো গেল তাঁর অভিনয় দক্ষতার কথা। ছবিতে অভিনয় ছাড়াও অর্চনা পূরণ সিংহকে দেখা যায় ছোট পর্দাতেও। একাধিক লাফটার শোয়ের বিচারকের আসন আলো করে বসে থাকেন তিনি। 'কমেডি সার্কাস' কিংবা 'দ্য কপিল শর্মা শো', তাঁর 'ছোঁয়াচে' হাসিতে দর্শকেরাও মেতে থাকেন। অর্চনা পূরণ সিংহকে 'লাফটার কুইন' তকমাও দেওয়া হয়েছে। কিন্তু জানেন কি হেসে কত টাকা রোজগার করেন তিনি? আরও ভালো করে বললে 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) ৮০টি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অর্চনা?
২০১৯ সালে 'দ্য কপিল শর্মা শো' থেকে যখন বাদ পড়েন নভজোত সিংহ সিধু, তখন স্বাভাবিকভাবেই তাঁর জায়গায় আসেন অর্চনা পূরণ সিংহ। ২০১৯ সাল থেকেই এই জনপ্রিয় কমেডি শো-এর বিচারকের আসনে দেখা যায় তাঁকে। কপিল শর্মার শোয়ের সঙ্গে চুক্তি ছিল চলতি বছরের ৫ জুন পর্যন্ত। শো চলাকালীন, একাধিক সময়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে অর্চনাকে। নানা সময়ে তাঁকে বলা হয়েছে যে, তিনি হাসি ছাড়া শোয়ে কিছুই করেন না। সেই বিতর্কেরও জবাব দেন তিনি। বলেন, 'যাঁরা মনে করেন, শো চলাকালীন আমি কিছুই করি না, আমি তাঁদের বলব, দয়া করে আমার জায়গায় আসুন। ৬ থেকে ৭ ঘণ্টা একইভাবে একটা জায়গায় বসে থাকা এতটাও সহজ কাজ নয়। আমি শ্যুটিংয়ের সময়ে ৪ থেকে ৭ ঘণ্টা একইরকমভাবে বসে থাকি। তার সঙ্গে মঞ্চের প্রতিযোগীদের কথা শুনতে হয়। তাদের জোকস শুনতে হয়। এবং সেই মতো প্রতিক্রিয়া দিতে হয়। এই কাজটা এতটাও সহজ নয়।'
'কপিল শর্মা শো' থেকে কত টাকা রোজগার করেন অর্চনা পূরণ সিংহ?
সদ্য কিছুদিন আগেই শেষ হয়েছে 'দ্য কপিল শর্মা শো'-এর চলতি বছরের সিজন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, এই শোয়ের তৃতীয় সিজনে এপিসোড প্রতি ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন তিনি। সপ্তাহে দুটি করে এপিসোড থাকে। মোট ৮০টি এপিসোডে তিনি সব মিলিয়ে ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই শো থেকে।
আরও পড়ুন - Arjun Kapoor Birthday: মালাইকার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন?
প্রসঙ্গত, 'দ্য কপিল শর্মা শো' শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি অর্চনা পূরণ সিংহকে দেখা যাচ্ছে অন্য একটি কমেডি শোতে। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শেখর সুমন। পাশাপাশি জানা যাচ্ছে, শীঘ্রই আগামী ছবির ঘোষণা করবেন অর্চনা।