Celebrities Update: 'অজুহাত খুঁজছিলাম ছবি পোস্ট করার', কার সঙ্গে ছবি পোস্ট করার অজুহাত খুঁজছেন অর্জুন কপূর?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ইশকজাদে' অভিনেতা অর্জুন কপূর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে সেফ আলি খান এবং তৈমুরের সঙ্গে দেখা যাচ্ছে অর্জুন কপূরকে।
![Celebrities Update: 'অজুহাত খুঁজছিলাম ছবি পোস্ট করার', কার সঙ্গে ছবি পোস্ট করার অজুহাত খুঁজছেন অর্জুন কপূর? Arjun Kapoor's Photo With Kareena, Saif Ali Khan & Taimur Is All Things Love, know in details Celebrities Update: 'অজুহাত খুঁজছিলাম ছবি পোস্ট করার', কার সঙ্গে ছবি পোস্ট করার অজুহাত খুঁজছেন অর্জুন কপূর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/06/7f2b3bbcf6e8471eb0e53f4ef1f1cb02_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এক ঢিলে দুই পাখি মারার মতো অনেকটা। ছবিও পোস্ট করা হল আবার জন্মদিনের শুভেচ্ছাও জানানো হল। সদ্যই গিয়েছে বলিউডের বেবো করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) জন্মদিন। হ্যান্ডসাম হাজব্যান্ড সেফ আলি খান (Saif Ali Khan) এবং দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে মলদ্বীপে জন্মদিন কাটালেন করিনা। বেবোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই এমন বললেন অর্জুন কপূর (Arjun Kapoor)।
আরও পড়ুন - Tanuja Birthday Update: মা তনুজার জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন দুই কন্যা কাজল ও তনিশা?
আরও পড়ুন - PV Sindhu on Deepika: যদি দীপিকা পাড়ুকোন ব্যাডমিন্টন খেলতেন, তাহলে তী হত? জানাচ্ছেন পিভি সিন্ধু
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ইশকজাদে' অভিনেতা অর্জুন কপূর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে সেফ আলি খান এবং তৈমুরের সঙ্গে দেখা যাচ্ছে অর্জুন কপূরকে। তবে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, ছবিতে রয়েছেন করিনা কপূর খানও। মাস্ক পরে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করেই করিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা। লিখলেন, 'হ্যাপি বার্থডে বেবো। একটা অনুহাত খুঁজছিলাম ছোট্ট টিম আর নবাব সাহেবের সঙ্গে আমার এই ছবিটা পোস্ট করার। তবে, আমরা সকলেই জানি যে, ছবিতে সকলের মধ্যমণি হয়ে রয়েছো তুমি।' অর্জুন কপূরের এই পোস্টে ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন বেবো। উল্লেখ্য, অর্জুন কপূর এবং করিনা কপূর খান জুটিকে এর আগে দর্শকরা 'কি অ্যান্ড কা' ছবিতে দেখেছে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।
আরও পড়ুন - Radhe Shyam Update: 'রাধে শ্যাম'-র শ্যুটিংয়ে নায়িকা পূজা হেগড়ের উপর চটলেন প্রভাস? কী ঘটেছে?
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অর্জুন কপূরের 'ভূত পুলিশ' ছবিটি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সেফ আলি খানও। সেখানেই যে ছোটে নবাবের সঙ্গে তাঁর বন্ধুত্ব থেকে ভাই-ভাই সম্পর্কটা বেশ গাঢ় হয়েছে তার প্রমাণ এর আগেও দিয়েছেন অর্জুন কপূর। কিছুদিন আগেই সেফ আলি খানের সঙ্গে একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অভিনেতা। যেখানে অর্জুন কপূর এবং সেফ আলি খান দুজনকেই নানারকম মজার কান্ডকারখানা করতে দেখা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)