Athiya Shetty-KL Rahul's Wedding: বিয়ের তারিখ স্থির? কবে সাত পাকে বাঁধা পড়ছেন আথিয়া-রাহুল?
Athiya Shetty-KL Rahul: এর আগে সুনীল শেট্টি জানান শুধুমাত্র আথিয়া এবং কে এল রাহুল তাঁদের পেশাগত ব্যস্ততা থেকে মুক্ত হওয়ার পরেই পারস্পরিক বিবাহের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
নয়াদিল্লি: বহুদিন ধরেই সুনীল শেট্টির (Suniel Shetty) মেয়ে আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) বিয়ের গুঞ্জন রয়েছে শিরোনামে। শোনা যাচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী তাঁদের বিয়ের তারিখ (wedding date) নাকি স্থির হয়ে গেছে। কবে বিয়ে সারছেন আথিয়া-রাহুল? কী জানা যাচ্ছে?
কবে বিয়ে করছেন আথিয়া শেট্টি ও কে এল রাহুল?
এক বিনোদন সংস্থার সূত্র মারফত খবর মিলেছে, ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে বিয়ের অনুষ্ঠান সংঘটিত হবে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের। এও জানা যাচ্ছে যে এই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর তোড়জোড়ও শুরু হয়ে গেছে পুরোদমে। ডিসেম্বরের শেষভাগ থেকে শুরু হয়ে যাবে আমন্ত্রণপত্র পাঠানোও। তবে এই ব্যাপারে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি এখনও।
বিসিসিআই জানুয়ারি মাসে কে এল রাহুলের সপ্তাহব্যাপী ছুটি অনুমোদন করার দিন কয়েকের মধ্যেই এই খবর প্রকাশ্যে এসেছে। এর আগে বর ও কনে নিজেদের বিয়ের পোশাকও বেছে ফেলেছেন বলে শোনা গিয়েছিল।
এর আগে, যখন সুনীল শেট্টিকে মেয়ের বিয়ের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, অভিনেতা বলেন যে শুধুমাত্র আথিয়া এবং কে এল রাহুল তাঁদের পেশাগত ব্যস্ততা থেকে মুক্ত হওয়ার পরেই পারস্পরিক বিবাহের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, 'আমার মনে হয়, যেমন বাচ্চারা সিদ্ধান্ত নেবে। রাহুলের শিডিউল আছে। এখন এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, দক্ষিণ আফ্রিকা সফর আছে, অস্ট্রেলিয়া সফর আছে। যখন বাচ্চারা বিরতি পাবে তখন বিয়ে হবে। একদিনে তো বিয়ে হতে পারে না, তাই না?'
আরও পড়ুন: Rachana Banerjee: কাতারে বিশ্বকাপ দেখতে পৌঁছলেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন দলের জন্য গলা ফাটাবেন?
প্রসঙ্গত, আথিয়া শেট্টি ও কে এল রাহুল প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। সূত্রের খবর, এক বন্ধু মারফত তাঁদের আলাপ হয়, এবং তারপর তাঁদের মেলামেশা ও একে অপরের প্রেমে পড়া। তবে এই জুটি তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন গত বছর আথিয়ার জন্মদিনে।