Aye Khuku Aye: বাবার ছবি মুক্তি, প্রসেনজিৎকে কী লিখছেন ছেলে মিশুক?
Aye Khuku Aye Film: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন মিশুক। তাঁর পরণে 'আয় খুকু আয়'-এর টি-শার্ট। ছবির সঙ্গে ছোট্ট একটি গানও জুড়ে দিয়েছেন তৃষাণজিৎ
![Aye Khuku Aye: বাবার ছবি মুক্তি, প্রসেনজিৎকে কী লিখছেন ছেলে মিশুক? Aye Khuku Aye: Trishanjit Wished Prosenjit Best of Luck for Aye Khuku Aye film Aye Khuku Aye: বাবার ছবি মুক্তি, প্রসেনজিৎকে কী লিখছেন ছেলে মিশুক?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/17/9f197be487130e0c485360d89bd1d51b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আয় খুকু আয়'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত এই ছবি বাবা-মেয়ের গল্প বলবে। আর বাবার ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় অভিনব শুভেচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক-এর।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন মিশুক। তাঁর পরণে 'আয় খুকু আয়'-এর টি-শার্ট। ছবির সঙ্গে ছোট্ট একটি গানও জুড়ে দিয়েছেন তৃষাণজিৎ। সেই গানটি হল 'আয় খুকু আয়' ছবি টাইটেল ট্র্যাক। ক্যাপশানে তৃষাণজিৎ লিখেছেন, অল দ্য বেস্ট বাবা।' তৃষাণজিতের এই ছবি শেয়ার করে নিয়েছে প্রসেনজিতের পর্দার মেয়ে 'বুড়ি' ওরফে দিতিপ্রিয়া। সেইসঙ্গে ধন্যবাদও দিয়েছে 'মিশুক'-কে।
আরও পড়ুন: Encrypted: সম্পর্কের হতাশা আর অন্ধকার জগতের হাতছানি, ঐশ্বর্য্যর মৃত্যুর রহস্যভেদ করবেন পায়েল
পর্দায় বাবা-মেয়ে হয়ে ১৭ জুন অর্থাৎ আজই হাজির হচ্ছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। ইতিমধ্যেই দর্শকেরা দেখে ফেলেছেন 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? সেখানেই এই প্রথম দর্শক দেখেছিল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক। ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।
'আয় খুকু আয়' ছবিটিতে বাবা মেয়ের সম্পর্কের গল্প দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির পোস্টার থেকে টিজার ট্রেলার মুক্তি পেয়েছে। প্রকাশ্যে এসেছে এই ছবির গানও। বাংলা ছবির একাধিক তারকা নিজেদের মতো কায়দায় 'আয় খুকু আয়' ছবিটির প্রচার করছেন। দর্শকেরাও পর্দায় বাবা-মেয়ের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়কে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
'আয় খুকু আয়' ছবিকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। 'মায়ানগরী' থেকে 'আয় খুকু আয়'-এর শুভেচ্ছাবার্তা পেয়েছে। এবার এই ছবি দর্শকদের কতটা মন জয় করতে পারবে তার উত্তর দেবে সময়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)