Ayushmann Khurrana Update: পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানা অভিনীত 'অনেক' ছবির মুক্তির তারিখ
Ayushmann Khurrana Update: 'অনেক ছবিটি এমন একটি বিষয় নিয়ে তৈরি যা দেশের খুব গভীর পর্যন্ত যায়। নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ছবিটি এবং আশা করা যায় এই ছবিতে আমাদের দেশের বিবিধতার কথা উঠে আসবে।'
মুম্বই: অনুভব সিংহ (Anubhav Sinha) পরিচালিত রাজনৈতিক থ্রিলার (Political Thriller) ঘরানার ছবি 'অনেক' (Anek) মুক্তি পেতে চলেছে ১৩ মে, ২০২২। ছবিটি সহ প্রযোজনার দায়িত্বে আছেন ভূষণ কুমার। মুখ্য চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।
এই ছবিতে তাঁর 'আর্টিকল ১৫' অভিনেতা আয়ুষ্মানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন অনুভব সিংহ। সঙ্গে 'থপ্পড়' ছবির প্রযোজক। ছবিটি প্রথমে মার্চের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ছবির মুক্তি পিছিয়ে মে পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
উত্তর-পূর্ব ভারতের লোকেশনে শ্যুটিং করে এই ছবিটিকে নিজের 'সবচেয়ে উচ্চাভিলাষী' প্রজেক্ট বলে আখ্যা দিয়েছেন পরিচালক।
View this post on Instagram
'অনেক ছবিটি এমন একটি বিষয় নিয়ে তৈরি যা আমাদের দেশের খুব গভীর পর্যন্ত যায়। নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ছবিটি এবং আশা করা যায় এই ছবিতে আমাদের দেশের বিবিধতার কথা উঠে আসবে। বেশ কঠিন ছিল এই ছবিটি তৈরি করা। এমন জায়গায় আমরা শ্যুট করেছি যা এমনিতে খুঁজে পাওয়া দুষ্কর। তবে ছবিটি তৈরি করে আমরা একটা যুদ্ধ জয়ের অনুভূতি পাচ্ছি। এটা তৈরি করে আমরা গর্বিত।' বলছেন পরিচালক অনুভব সিংহ।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'অনেক' ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন আয়ুষ্মান খুরানা।