Bangla Medium: 'কৃষ্ণকলি' জুটি এবার অন্যরূপে, আসছে নীল তিয়াসার নতুন ধারাবাহিক
Bangla Medium Serial: এই গল্প এক গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকার। বাংলা মাধ্যমের স্কুল থেকে পড়েই গ্রামের খুদেদের পড়ায় সে। ইতিমধ্যেই ২টো চাকরির অফার পায় সে।
কলকাতা: নতুন ধারাবাহিকে ফের পুরনো জুটি। জি বাংলার ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiasha Roy)-কে এবার দেখা যাবে স্টার জলসার ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)-এ।
এই গল্প এক গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকার। বাংলা মাধ্যমের স্কুল থেকে পড়েই গ্রামের খুদেদের পড়ায় সে। ইতিমধ্যেই ২টো চাকরির অফার পায় সে। এর মধ্যে একটি শহরের একটি ইংরাজি মাধ্যমের স্কুল থেকে। বাড়িতে তাকে বলা হয় বাংলা মিডিয়াম স্কুলকেই বেছে নেওয়ার জন্য। কিন্তু সে মেয়ে একরোখা। বাংলা মাধ্যম স্কুলের ছাত্রীই ইংরাজি মাধ্যমের স্কুলের শিক্ষিকা হবে। তারপর? এই গল্প নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিক।
এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তিয়াসা রায়কে। 'কৃষ্ণকলি' (Krishnakali) ধারাবাহিকে দর্শকদের নজর কেড়েছিল নীল ও তিয়াসার জুটি। দীর্ঘ সময় ধরে চলেছিল এই ধারাবাহিক। তিয়াসা অভিনয় করেছিলেন এক গায়িকার ভূমিকায়। আর এবার সেই গায়িকাই শিক্ষিকা।
আরও পড়ুন: Ranojoy Bishnu: ৮ বছর পরে ভাইফোঁটা উদযাপন রণজয়ের, উচ্ছ্বসিত অভিনেতা
অন্যদিকে নীলের চরিত্র একজন স্কুলের মালিকের। ইংরাজি মাধ্যমের স্কুল তাঁদের পারিবারিক ব্যবসা। নীলের দিদির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়িকে। তাঁদের স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা চাই। আর সেই পদেই তাঁদের স্কুলে আসবে তিয়াসা। তারপর? সেই গল্প থাকবে ধারাবাহিকে।
এখনও প্রকাশ পায়নি ধারাবাহিকের সম্প্রচারের দিন বা সময়। তবে পুরনো জুটিকে আবার নতুন রূপে পর্দায় দেখবেন বলে উচ্ছসিত দর্শকেরা।