Remembering Bappi Lahiri: ‘সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম’, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমার, এ আর রহমানের
Bappi Lahiri Passes Away: প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয়। বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ বিশিষ্টদের।
![Remembering Bappi Lahiri: ‘সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম’, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমার, এ আর রহমানের Bappi Lahiri Demise: Tributes of Akshay Kumar, AR Rahman, Ajay Devgan Remembering Bappi Lahiri: ‘সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম’, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমার, এ আর রহমানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/c11e28773e3d3af4f83118bd68cc98d9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) পর এবার বাপি লাহিড়ি (Bappi Lahiri), কয়েকদিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন দিকপালের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতশিল্পীরা। বাপি লাহিড়ির প্রয়াণের খবর আসার পর থেকেই শোকপ্রকাশ করছেন বহু মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বাপি লাহিড়ির প্রয়াণে শোকাহত।
ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। তিনি লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন বাপিদা। বাপি লাহিড়ি হিন্দি সিনেমার ডিস্কো কিং।’
ক্রিকেটার যুবরাজ সিংহও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে খবর দুঃখজনক। সব বয়সের মানুষই তাঁর গান পছন্দ করতেন। গানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শান্তিতে বিশ্রাম নিন বাপিদা।’
অভিনেতা অক্ষয় কুমারও ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা আজ সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম। বাপিদা, আপনার কণ্ঠই আমার মতো লক্ষ লক্ষ মানুষকে নাচাত। আপনি গানের মাধ্যমে যে খুশি এনে দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। আপনার পরিবারের প্রতি আন্তরিক শোকজ্ঞাপন করছি। ওম শান্তি।’
চলচ্চিত্র পরিচালক হনসল মেহতাও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘আরও একজন কিংবদন্তি চলে গেলেন। বাপি লাহিড়ির সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি একটি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। ছবিতেও কাজ করেছি। অবিশ্বাস্য মেলোডি ও প্রতিভা ছিল বাপি লাহিড়ির।’
চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিতও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘রকস্টার বাপি লাহিড়িজির প্রয়াণের খবর পেয়ে আমি শোকস্তব্ধ। আমার প্রতিবেশী আর নেই, এটা বিশ্বাসই হচ্ছে না। আপনার গান চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।’
অভিনেতা অজয় দেবগনও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘বাপিদা খুব প্রিয় মানুষ ছিলেন। কিন্তু তাঁর গান ছিল তীক্ষ্ণ। তিনি চলতে চলতে, সুরক্ষা ও ডিস্কো ড্যান্সারের মতো ছবির মাধ্যমে হিন্দি সঙ্গীত জগতে নতুন গানের ধারা চালু করেন। আপনার অভাব অনুভূত হবে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)