Belashuru: সাধ্যের মধ্যেই দাম, খাস কলকাতাতেই মিলছে 'বেলাশুরু' সন্দেশ, তালশাঁস
কলকাতার ওই মিষ্টি প্রস্তুতকারী সংস্থার সমস্ত আউটলেটেই পাওয়া যাচ্ছে 'বেলাশুরু' সন্দেশ ও 'তালশাঁস'। দামও সাধ্যের মধ্যে। 'বেলাশুরু' সন্দেশের দাম ৩০ টাকা ও 'বেলাশুরু' 'তালশাঁস'-এর দাম ৩৫ টাকা।

কলকাতা: নতুন ছবির মিষ্টি শুরু। ইতিমধ্যেই চর্চায় ছবির নতুন গান, ঝলক। আর এবার অভিনব প্রচারের অংশ মিষ্টিমুখ। উইন্ডোজ হাত মিলিয়েছিল কলকাতার আর নামীর মিষ্টি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে। আর এই মেলবন্ধনেরই ফলেই তৈরি হয়, 'বেলাশুরু' মিষ্টি।
'বেলাশুরু' মিষ্টি
নববর্ষের আগেই ক্রেতাদের কাছে পৌঁছে গিয়েছে 'বেলাশুরু' মিষ্টি। এই মিষ্টি প্রকাশের দিন দোকানে হাজির ছিল টিম 'বেলাশুরু'। হাজির ছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ থেকে শুরু করে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। অভিনব এই প্রচারে খুশি সবাই।
কলকাতার ওই মিষ্টি প্রস্তুতকারী সংস্থার সমস্ত আউটলেটেই পাওয়া যাচ্ছে 'বেলাশুরু' সন্দেশ ও 'তালশাঁস'। দামও সাধ্যের মধ্যে। 'বেলাশুরু' সন্দেশের দাম ৩০ টাকা ও 'বেলাশুরু' 'তালশাঁস'-এর দাম ৩৫ টাকা। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের মিষ্টি রসায়নের গল্প বলতেই 'মিষ্টি'-কে বেছে নিয়েছেন পরিচালকেরা। তাঁদের আসা, অনুরাগী থেকে শুর করে সাধারণ মানুষদের মন ছোঁবে এই মিষ্টি বার্তা।
আরও পড়ুন: Ileana D’Cruz: আত্মহত্যার চেষ্টা করেন ইলিয়ানা ডিক্রুজ?
ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'বেলাশুরু'-র মুক্তি পাওয়া দুটি গান। 'সোহাগে আদরে' ও 'টাপা টিনি'। সদ্যই নন্দন চত্বরে মহা সমারোহে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) দ্বিতীয় গান 'ইনি বিনি টাপা টিনি'। খালি পায়ে নন্দন চত্বরেই সেই গানের তালে নেচেছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ইন্দ্রাণী দত্তরা (Indrani Dutta)।
গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
